দিন কয়েক আগে 'মিঠাই'-এর সমালোচনা করে একটি দীর্ঘ পোস্ট দিয়েছিলেন। আর তাতেই চরম কটাক্ষের মুখে ঝিলাম গুপ্ত। বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তাতে যদিও তাঁকে আটকে রাখা যায়নি। জি বাংলার সেই ধারাবাহিক এবং 'সিরিয়াল কালচার' নিয়ে আরও একটি ভিডিয়ো করার কথা ঘোষণা করেন। এর পরেই মাত্রা ছাড়ায় হেনস্থা।ফেসবুকে ঝিলাম লেখেন, 'মিঠাই সিরিয়াল ও পুরো সিরিয়াল কালচার নিয়ে আমি একটি ভিডিয়ো করার কথা বলেছি এবং সেটি আমি করব তো বটেই। কিন্তু এই একটি ঘোষণাকে কেন্দ্র করে কিছু মানুষ আমাকে অনেক নোংরা কথা আমার পেজে তো বটেই, অন্যান্য কিছু পোর্টালের কমেন্ট বক্সেও লিখে আসছেন।'এখানেই থেমে থাকেননি ঝিলাম। কোন ধরনের কুমন্তব্য তাঁর দিকে ধেয়ে এসেছে, তারও বর্ণনা দিয়েছেন তিনি। লেখেন, 'মজার কথা, সেই প্রতিবাদে আমার কন্টেন্ট বা কন্টেন্টের স্ক্রিপ্ট, ভাষার প্রয়োগ নিয়ে কোন অভিযোগ নেই। আছে শুধুই একটা প্রশ্ন তুই ছেলে না মেয়ে?। কেউ কেউ লেখেন তুই কি হিজড়া?' তাঁর চুল কাটার ধরন, পোশাক-আশাক- এ সব কিছু নিয়েই আক্রমণের মুখে পড়েন ঝিলাম। তবে দমতে রাজি নন তিনি। তাঁর কথায়, ''তুই ছেলে না মেয়ে?' বাক্যটি লিখে এরা ভাবেন আমায় দমিয়ে দেবেন। হয়তো আমি লজ্জায় কুঁকড়ে যাব, হয়তো পাল্টে ফেলব কথার ধরন। না। এগুলোর কোন কিছুই আমি করব না।'ঝিলামের বক্তব্য, 'ভিত্তিহীন' কিছু ছবি বা ধারাবাহিক সমাজের প্রতিফলন হতে পারে না। বরং তা সমাজকে ভুল পথে চালিত করে।