চলতি মাসেই মুক্তি পেতে চলেছে জাহ্নবী কাপুরের নতুন সিনেমা 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরই মিসেস মাহি হয়ে পর্দায় ধরা দেবেন অভিনেত্রী। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রচার। তেমনই এক প্রচার মূলক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, তিনি নাকি তাঁর প্রেমিক শেখর পাহাড়িয়ার ফোন চেক করেন। তাঁর এই মন্তব্যেকে ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা।
জি নিউজ কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী খোলাখুলি ভাবে তিনি যে তাঁর প্রেমিকের ফোন চেক করেন সে কথা স্বীকার করে নেন। তিনি জানান, যে এই আচরণটা 'রেড ফ্ল্যাগ' মূলক। কাজটা খুব একটা ভালো না তাও নায়িকা মনে করেন, কিন্তু এত কিছু জানার সত্ত্বেও তিনি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "আমি জানি এটাই রেড ফ্ল্যাগ, কিন্তু আমি এখনও আমার পার্টনারের ফোন চেক করি।"
আরও পড়ুন: সাদা-কালোয় নজরকাড়া 'বিব্বোজান'! Cannes-এর মঞ্চে চমক দিলেন অদিতি
তাঁর এই কথা শোনার পর একজন দর্শক তাঁকে প্রশ্ন করেন, বয়ফ্রেন্ডদেরও কি তাঁদের গার্লফ্রেন্ডের ফোন চেক করা উচিত? এর জবাবে জাহ্নবী হাসতে হাসতেই তিনি বলেন, “না! আপনি কি আমাদের বিশ্বাস করেন না?"
আরও পড়ুন: 'আমি কথা দিয়ে ছিলাম...' কৌশাম্বির সঙ্গে হানিমুনের মাঝেই অনুরাগীদের খোলা চিঠি দিলেন আদৃত
প্রসঙ্গত, 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে অভিনেত্রীকে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে। তাই ছবির জন্য নিজেকে সেই ভাবে তৈরি করেছিলেন নায়িকা। তাঁকে রীতিমতো ক্রিকেটের অনুশীলন করতে হত। জাহ্নবী জানান, যখন এই ছবির শ্যুটিং শুরু হয় তখন তাঁর ওজন প্রায় ৮-৯ কেজি মতো বেশি ছিল। তখন ছবির পরিচালক শরণ শর্মা তাঁকে দেখে বলেন, তাঁকে মোটেই একজন ক্রিকেটারের মতো দেখতে লাগছে না। কিন্তু তিনি এই ছবিটি মন থেকে করতে চেয়েছিলাম। তাই ওজন কমানো শুরু করেন। পাশাপাশি প্রতিদিন ৫-৬ ঘণ্টা করতেন ক্রিকেটের অনুশীলন।
তবে কেবল ছবির শ্যুটের সময়ই নয়, ছবি মুক্তির আগেও তিনি জোর কদমে করছেন প্রচার। বারাণসীর ঘাটে গঙ্গা আরতি থেকে মেথড ড্রেসিং ট্রেন্ডে সকলকে তাক লাগাচ্ছেন নায়িকা। কখনও জার্সিতে তো কখনও ব্লাউজে লেখা '6 মাহি'। আবার কখনও বলের পোশাক তো কখনও বল আকৃতির ব্যাগে সকলের নজর কেড়েছেন জাহ্নবী কাপুর। ছবির থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে নানা লুকে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন নায়িকা।