কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে আদৃত রায় ঘর বেঁধেছেন একমাসও হয়নি। এখনও লেগে রয়েছে নতুন বিয়ের গন্ধ। তবে সব কিছুর মধ্যেও অভিনেতা ভুলে যাননি তাঁর দর্শকদের দেওয়া কথা। এই মাসেই সাতপাকে বাঁধা পড়েছেন আদৃত, আবার এই মাসেই তাঁর জন্মদিন। আর তাঁর বিশেষ দিনের উদযাপনে অভিনেতা পাশে পেতে চান অনুরাগীদের। তাই ভক্তদের জন্য সমাজ মাধ্যমের পাতায় তিনি দিলেন খোলা চিঠি।
অনুরাগীদের উদ্দেশ্যে স্যোশাল মিডিয়ায় কী লিখলেন আদৃত?
'মিঠাই' ধারাবাহিক চলাকালীন অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে দূর-দূরান্ত থেকে ভারতলক্ষ্মী স্টুডিয়োয় এসে ভিড় জমাতো বহু মানুষ। আসত তাঁর জন্মদিনেও। এমন কী 'মিঠাই'-এর শেষ দিনের শ্যুটিং এও অনেকে এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে। দর্শকদের সেই ভালোবাসা এখনও পর্দার 'উচ্ছেবাবু'র মনে অম্লান। তাই তিনি কথা দিয়েছিলেন, নিজের জন্মদিনে অনুরাগীদের সঙ্গে তিনি আবার দেখা করবেন।
আরও পড়ুন: 'এত ভালোবাসা ও প্রার্থনা...' হিট স্ট্রোকের পর কেমন আছেন শাহরুখ? কী জানালেন ম্যানেজার পূজা
তারপর বিয়েতে ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা, কিন্তু ভক্তদের দেওয়া কথা তিনি ভুলে যাননি। স্যোশাল মিডিয়ায় নিজের প্রোফাইল থেকে তিনি ২৩ মে বৃহস্পতিবার তাঁর বিশেষ দিনে সব ভক্তকে আমন্ত্রণ জানান। অভিনেতা অনুরাগীদের পরিবার সম্বোধন করে লেখেন, 'আমার এই বৃহত্তর পরিবারের সকলে জানাতে চাই যে, যেমনটা আমি কথা দিয়ে ছিলাম, সেই মতোই আমি আগামী ২৫ মে, শনিবার শ্রী ভারতলক্ষ্মীতে বেলা ১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত উপস্থিত থাকব। যারা আমার সঙ্গে দেখা করতে চান আসবেন। আমি আপনাদের সকলের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। কিন্তু অনুগ্রহ করে কেউ উপহার আনবেন না। এটা আমার অনুরোধ।'
অভিনয় জগতে কীভাবে এলেন অভিনেতা?
মুম্বইতে অভিনয়ের শিক্ষা নেন আদৃত। তারপর রাজ চক্রবর্তীর হাত ধরে বলিপাড়ায় পা রাখেন তিনি। তারপর একে একে 'নুরজাহান', 'প্রেম আমার ২', 'পরিণীতা', 'পাসওয়ার্ড'-সহ বহু ছবি ও মেগাতে কাজ করেন তিনি। তবে জি বাংলার এক সময়কার টিআরপি টপার মেগা 'মিঠাই' তাঁকে বিরাট সাফল্য এনে দেয়। তিনি হয়ে ওঠেন সকলের পছন্দের 'উচ্ছেবাবু'।
আরও পড়ুন: 'ঈশ্বর রক্ষা করেছেন...'! হিট স্ট্রোকের কারণে হাসপাতালে চিকিৎসাধীন শাহরুখ! কেমন আছেন এখন? জানালেন জুহি
আদৃত-কৌশাম্বীর প্রেমে
সদ্যই বিয়ে সেরেছেন অভিনেতা। 'মিঠাই' সিরিয়াল চলাকালীন তিনি স্ত্রী কৌশাম্বীর প্রেমে পড়েন। নিখাত বন্ধুত্ব থেকেই এই সম্পর্কের শুরু হয়, তারপর হয় প্রেম এবং অবশেষে বিয়ে। তাঁদের বিয়েতে হাজির ছিল গোটা মিঠাই-টিম। ব্যতিক্রমী কেবল সৌমিতৃষা কুণ্ডু। এখনও হানিমুনে কৌশাম্বি-আদৃত। তাঁদের মধু চন্দ্রিমার ছবিও স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁরা।