বিতর্ক যেন পিছু ছাড়ে না। ২১৫ কোটি টাকার তছরুপ মামলার চার্জশিটে জুড়ে গেল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম।
প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এই মামলার চার্জশিট জমা হয়েছিল আগেই। তাঁর সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক নিয়ে চর্চাও কম হয়নি। অতীতে দু'জনের ঘনিষ্ঠ ছবিও ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। সন্দেহভাজনদের তালিকায় আগেই সামিল হয়েছিল জ্যাকলিনের নাম। এ বার অতিরিক্ত চার্জশিটে অভিযুক্ত হিসেবে তাঁর নাম জুড়ে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
যাবতীয় বিতর্কের মাঝেই নিজেকে খোলা চিঠি দিলেন জ্যাকলিন। যা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে। কঠিন সময়ে যেন নিজেই নিজেকে সাহস জোগাচ্ছেন তিনি। তাঁর পোস্টে লেখা, 'যা কিছু ভালো, তা আমার প্রাপ্য। আমি যেমন, সে ভাবেই নিজেকে গ্রহণ করেছি। সব ঠিক হয়ে যাবে। আমি সাহসী। নিজের সব স্বপ্ন পূরণ করব। আমি পারবই।'(আরও পড়ুন: ২১৫ কোটির আর্থিক তছরূপের মামলায় অভিযুক্ত জ্যাকলিন, চার্জশিট পেশ ED-র)
ইন্ডাস্ট্রির গুঞ্জন, সুকেশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জ্যাকলিন। বহুমূল্য হিরের আংটি দিয়ে নাকি অভিনেত্রীকে প্রেম নিবেদন করেছিলেন তিনি। ইডি সূত্রের দাবি, শুরু থেকেই জ্যাকলিন জানতেন সুকেশ একজন তোলাবাজ। সব জেনেবুঝেই তাঁর তোলাবাজির টাকায় নানা সুযোগ-সুবিধা উপভোগ করেছেন।(আরও পড়ুন: ২১৫ কোটির আর্থিক তছরূপের মামলায় অভিযুক্ত জ্যাকলিন, চার্জশিট পেশ ED-র)