দেশজুড়ে দিওয়ালি উদযাপন শুরু হয়ে গিয়েছে। সেলেবরাও তার অন্যথা নন। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ তাঁর ভক্তদের ধনতেরাসের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন । উৎসবের মরসুমের আনন্দের মুহূর্তগুলি অভিনেত্রী সকলের সঙ্গে ভাগ করে নেন৷
জ্যাকলিন তার ইনস্টাগ্রামে ছবি পোস্টের পাশাপাশি ক্যাপশনে লিখেছেন, ‘শুভ ধনতেরাস! এত সুন্দর একটা দিন!! সবাইকে একটি চমৎকার উৎসবের মরসুমের শুভেচ্ছা!!’
প্রথম ছবিতে দেখা যাচ্ছে জ্যাকলিন তাঁর প্রিয়জনের সঙ্গে নিয়ে একটি গ্রুপ সেলফিতে মন খুলে হাসছেন। তিনি একটি সূক্ষ্ম সুতোর কাজ করা নীল রঙের পোশাক পরেন, যা দীপাবলী উত্সবের সঙ্গে খুবই মানানসই। তাঁর বন্ধুবান্ধব এবং পরিবারের সকলকেই ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায়। এখানেই শেষ নয়, পশুপ্রেমী জ্যাকলিনকে দেখা গিয়েছে গো-শালায়। দ্বিতীয় এবং তৃতীয় ছবিতে, জ্যাকলিন সেই গো-শালায় গরুকে খাওয়াচ্ছেন।
পরনের নীল প্রিন্টেড কুর্তার সঙ্গে তিনি টিম আপ করেন একটি গোলাপী প্যাটার্নের ব্যাগ। সেখানে উপস্থিত প্রাণীদের তিনি শাকসবজি, কলা খেতে দেন। একটি ছোট বাছুরকে আদরে ভরিয়ে দেন জ্যাকলিন। শেষ ছবিটিতে দেখা যায় যে অভিনেত্রী একটি নির্মল পূজা অনুষ্ঠানে তার সতীর্থদের সঙ্গে বসে আছেন । তাঁদের সামনে সাজানো পুজোর নৈবেদ্য ও গাঁদা ফুলের মালা। জ্যাকলিন আচার-অনুষ্ঠানে নিমগ্ন। হাত ভাঁজ করে ভক্তিভরে প্রণাম করছেন ঈশ্বরের উদ্দেশ্যে। হালকা পোশাক ও মেকআপে মোহময়ী দেখাচ্ছিল তাঁকে।
প্রসঙ্গত, পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (পেটা) ইন্ডিয়ার তরফ থেকে ২০২৪ সালের ভারতের 'সবচেয়ে সুন্দর নিরামিষাশী তারকা' হিসাবে মনোনীত হন বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁর সঙ্গে এই খেতাব জিতে নিয়েছেন রীতেশ দেশমুখও। এই সম্মানটি প্রাণীদের কল্যাণের তাঁদের উৎসর্গ এবং সহানুভূতিশীল জীবনযাত্রার প্রতি প্রতিশ্রুতিবদ্ধতার স্বীকৃতি হিসাবে দেওয়া হয়েছে। জ্যাকলিন সমস্ত প্রাণীর সুরক্ষার জন্য সবরকমভাবেই চেষ্টা করেছেন। পেটা ইন্ডিয়ার কাজকে বিভিন্নভাবে সমর্থন করার জন্য তাঁর অনুরাগীদেরও এই কাজে উদ্বুদ্ধ করেছেন। যার মধ্যে রয়েছে জ্যাকলিনের #FreeGajraj ক্যাম্পেনিং। এই ক্যাম্পেনিং এ ৫০ বছরেরও বেশি সময় ধরে শিকলে বেঁধে রাখা একটি হাতিকে উদ্ধার করা হয়।
জ্যাকলিনকে শীঘ্রই ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছবিতে দেখা যাবে। আহমেদ খান পরিচালিত ছবিটি ২০২৪ সালের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, দিশা পাটানি, রবিনা ট্যান্ডন, লারা দত্ত, আরশাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে, সুনীল শেঠি, জনি লিভার, কিকু শারদা, কৃষ্ণা অভিষেক, রাহুল দেব, দালের মেহেন্দি এবং মিকা সিং। ছবিটি হিট ফ্র্যাঞ্চাইজি ওয়েলকামের তৃতীয় কিস্তি। দ্বিতীয় কিস্তি 'ওয়েলকাম ব্যাক' মুক্তি পায় ২০১৫ সালে।