মুকেশ আম্বানি কন্যা ইশা আম্বানি শুধুমাত্র একজন কোটিপতি ব্যবসায়ীর মেয়ে তা নয়, তিনি নিজে রিলায়েন্স রিটেলের কর্ণধার। ইশাকে প্রায়শই দেখা যায় বিভিন্ন ইভেন্ট যোগদান করতে। সোশ্যাল মিডিয়ায় ইশার যে সমস্ত ছবি দেখা যায়, সেগুলি দেখলেই বোঝা যায় ইশা কতটা ফ্যাশন সম্পর্কে সচেতন।
শনিবার মুম্বাইয়ের NMACC আর্ট ক্যাফে লঞ্চে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন ইশা। ইশা ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতা আম্বানি, আকাশ আম্বানি, শ্লোকা আম্বানি ও রাধিকা মার্চেন্ট। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই ভীষণভাবে নজর কেড়েছেন কিন্তু সবথেকে বেশি নজর কেড়েছেন ইশা।
আরও পড়ুন: ৪০ বছর ধরে এক নারীতেই আসক্ত! আম্বানিদের ইভেন্টে শাহরুখের পাশে ‘কুইন’ গৌরী, হাজির সুহানাও
আরও পড়ুন: ২০২৪ গ্র্যামি পুরস্কারে জাকির হুসেন আমার পোষাকে সেজেছিলেন, স্মৃতি রোমন্থন মণীশের
ইশা যে পোশাকটি পরেছিলেন, সেটি পরে ইশাকে দেখতে লাগছিল একেবারে বেবি ডলের মতো। তবে শুধু ইশার কথা বললেই হবে না, মায়ের পাশাপাশি মেয়েকেও কিন্তু ছোট্ট বেবি ডলের মতো দেখতে লাগছিল। মায়ের সঙ্গে টুইনিং পোশাকে অনুষ্ঠানে হাজির হয়েছিল আদিয়া।
ইশার পোশাক
ইশা যে গোলাপি রঙের সিকুয়েন্স পোশাকটি পরেছিলেন, সেটি একদিকে যেমন সেক্সি লুক দিলেও খুব সুন্দর লাগছিল। পোশাকটির হাতা এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে সেটি আরামদায়ক হয়। ইশা পোশাকটির সঙ্গে পরেছিলেন মানানসয়ী কানের দুল, ব্রেসলেট এবং আংটি। পায়ে ছিল একটি গোলাপি রঙের হিল জুতো।
খুব কম পোশাক এবং মেকআপ করে কীভাবে নিজেকে অসাধারণ দেখানো যায়, তা এই লুক দেখলেই বোঝা যায়। ইশার এই আউটফিটের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেলিব্রিটি স্টাইলিশ অনিতা শ্রফ আদাজানিয়া।
এই অনুষ্ঠানে শুধু আম্বানি পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন তা নয়, উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত, শাহরুখ খান থেকে শুরু করে নামিদামি ব্যক্তিত্বরা। তবে সকলকে ছাপিয়ে ইশার সাজসজ্জা সব থেকে বেশি মানুষের ভালো লেগেছে।
আরও পড়ুন: ডিপ্রেশন নিয়ে বানানো ব্লগেও কটাক্ষ! নেটপাড়া কী বলছে সানা খানকে?
আরও পড়ুন: অমিতাভকে নিয়ে বেফাঁস মৌসুমী! কেন বললেন, 'কষ্ট করেছে, কিন্তু বড় হয়ে ভালো হয়েছে বলব না'?
৩৩ বছর বয়সী ইশা ২০১৮ সালে আনন্দ পিরামালকে বিয়ে করেছিলেন। মজার ব্যাপার হল, ইশা এবং তাঁর ভাই আকাশ দুজনেই যমজ, অন্যদিকে ইশার দুই সন্তান আদিয়া এবং কৃষ্ণাও যমজ ভাই বোন।