রাত পোহালেই ভারত-পাক মহারণ! একদিকে বিশ্বকাপের উন্মাদনা, অন্যদিকে দেশের মাটিতে চির প্রতিদ্বন্দ্বীত পাকিস্তানকে হারানোর হাতছানি, উত্তেজনায় ফুটছে টিম ইন্ডিয়ার ভক্তরা। ১৪০ কোটি ভারতীয়দের পাশাপাশি রোহিত বাহিনীর বিরাট জয়ের অপেক্ষায় 'টাইগার' সলমন খানও। বিশ্বকাপ মানেই লাগামছাড়া উদ্দীপনা, যা শতগুণে বেড়ে ভারত-পাক ম্যাচকে ঘিরে।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জেরে এক দশকেরও বেশি সময় ধরে কোনও দ্বি-পাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। আজকাল আইসিসি ইভেন্টেই দেখা হয় রোহিত-বাবরদের। শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম সাক্ষী থাকবে এক ঐতিহাসিক মুহূর্তের। যখন ভারতের মাটিতে বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ। সেই নিয়ে দুই দেশের পাশাপাশি উত্তেজিত সলমন খানও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ম্যাচ হারলেও এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে অপরাজেয় মেন ইন ব্লু। এর আগে ৭ বার মুখোমুখি হয়েছে দুই দল, প্রত্যেক বারই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। বিরাট-রোহিতদ ৮ নম্বর জয়ের জন্য অপেক্ষারত ‘টাইগার’ সলমন খান নতুন ভিডিয়ো প্রকাশ্যে আনলেন।
ম্যাচ শুরু ২৪ ঘন্টা আগে স্টার স্পোর্টস ইন্ডিয়ার তরফে প্রকাশ্যে আনা হল সেই প্রোমো। সলমনকে পাওয়া গেল টাইগারের অতি পরিচিত স্কার্ফ গলায় জড়িয়ে একদম ইনটেন্স লুকে। ল্যাপটপের সামনে বসে পর্দার অবিনাশ সিং রাঠোরকে বলতে শোনা গেল, ‘এইবার এই ১১ টাইগারের সবচেয়ে বড় মিশন। সাতবার সহজ জয়ের পর ৮ নম্বর বার কড়া প্রতিদ্বন্দ্বিতার অপেক্ষা। টাইগার আর গোটা হিন্দুস্তান ৮ নম্বর জয়ের অপেক্ষায় বুক বাঁধছে'।
আগামি ১৬ই অক্টোবর মুক্তি পেতে চলেছে সলমন-ক্যাটরিনার ‘টাইগার ৩’ ট্রেলার। তার আগে ভারত-পাক ম্যাচের প্রচারে ভাইজান। টাইগার ফিল্ম সিরিজে ক্যাটরিনাক দেখা গিয়েছে জোয়ার চরিত্রে। টাইগারের লেডি লাভ, জোয়া পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সক্রিয় কর্মী। দেশের প্রতি কর্তব্য কোনওদিনই এই প্রেম কাহানিতে বাধা হয়ে দাঁড়ায়নি। টাইগার ৩ পরিচালনার দায়িত্বে রয়েছেন মণীশ শর্মা। দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি।
শনিবার ভারত-পাক ম্যাচ জুড়ে চলবে টাইগার ৩-র প্রচারে। স্টুডিও বা মাঠে সলমন হাজির থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে একাধিক সূত্র দাবি করছে ম্যাচের ফাঁকে ক্যাটরিনাকে নিয়ে স্টুডিওতে হাজির থাকবেন সলমন, পাশাপাশি মাঠে টাইগারের গর্জন শোনা যাবে বিজ্ঞাপনী বিরতি চলাকালীন।
অন্যদিকে পরপর জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত ও পাকিস্তান। শনিবারের ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।