বছরের শেষটা নিজের বাড়িতেই কাটিয়েছেন ইমন চক্রবর্তী। যদিও একা নন, বরং বন্ধুবান্ধব, নিজের টিমের মেম্বারদের সঙ্গে নিয়ে। সকলে মিলে তাই খুব সুন্দর করে সাজিয়েছিলেন ফ্ল্যাটটা। বর্ষবরণের মজার ফাঁকে নিজের সমস্ত অনুরাগীদের জন্য দিয়ে দেন ছোট্ট করে একটা হোম ট্যুর।
মেইন এন্ট্রান্স দিয়ে প্রবেশ করার পরই, চোখে পড়বে একটি প্রভু জগন্নাথের বড় ছবি। জগন্নাথ দেবের একজন বড় ভক্ত গায়িকা। যাকে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলেই পরিচয় করিয়ে দিলেন তিনি। এরপর দেখা গেল টিভি ক্যাবিনেটের উপরেই ঠাকুর বসিয়েছেন তিনি। ছোট্ট ফ্ল্যাটে আলাদা করে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন নেই ঠিকই, তবে টিভি ক্যাবিনেটের সামনেই জগন্নাথ, সুভদ্রা, বলরাম বিরাজমান। সঙ্গে আরও ছোট ছোট কিছু জগন্নাথ মূর্তিও চোখে পড়ল, ইমন জানালেন যে কোনো সফরের সময় এঁরা তাঁর সঙ্গী।
আরও পড়ুন: দাম ২০০ কোটি! বাইরে রাখা দামি-দামি গাড়ি, শাহরুখের বিলাসবহুল লন্ডন বাংলোর ভিডিয়ো ফাঁস
এরপর খুব যত্ন নিয়ে সাজানো একটা ড্রইং স্পেস। যেখানে দেওয়ালের একধারে পরপর সাজানো রয়েছে গায়িকার জিতে নেওয়া সব ট্রফি। একাধিক মুহূর্তের ছবি। যার মধ্যে রয়েছে প্রাক্তন রাস্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে ট্রফি জিতে নেওয়ার সেই বিশেষ মুহূর্তও।
বসার ধঘরে কোনো সোফা রাখেননি ইমন। মেঝেতে শুধু পাতা মোটা কার্পেট। আর ডাইনিং রুম থেকে বেরোলেই ব্যালকনি। যেখানে নিজের হাতে গাছ লাগিয়েছেন ইমন। রয়েছে একটি তুলসি গাছও। ‘পৃথিবীর সবথেকে ছোট্ট বাগান। একটা ফ্ল্যাটের ছোট্ট ব্যালকনিতে যতটা সম্ভব হয়।’, বললেন ইমন।
আরও পড়ুন: পেলিংয়ে ডিসেম্বরের কনকনে ঠান্ডায় কেমন ঘুরল কাঞ্চন-কন্যা, ২ মাসের কৃষভি? জানালেন মাম্মা শ্রীময়ী
প্রয়াত মায়ের একটা বড় ছবিও রেখেছেন ইমন নিজের ফ্ল্যাটে। সেই ছবিতে রজনীগন্ধার মালা। বসার ঘরে একটি পিয়ানোও রেখেছেন ইমন। ৩বেডরুমের ফ্ল্যাটে একটি ঘর নিজের সাজগোজের জন্য ব্যবহার করেন ইমন। আরেকটি ঘরে একটি ছোট্ট খাট, বাইয়ের তাক, সেখানেও দেওয়াল-জুড়ে ফ্ল্যাট, জিতে নেওয়া নানা অ্যাওয়ার্ড রাখা রয়েছে। আর একটা ছোট্ট কোনা। যা ইমনের মনের খুব কাছের।
তবে শোওয়ার ঘরে প্রবেশ নিষেধ! গায়িকা মজা করেই বললেন, ‘কারও শোওয়ার ঘরে উঁকি মারা ঠিক নয়। তাই ওটা থাক।’