ইলিয়ানা ডি'ক্রুজ নতুন বছরের প্রথম দিনই ভক্তদের চমকে দিলেন। নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটি ভিডিও পোস্ট করেছেন ‘বরফি’ খ্যাত অভিনেত্রী। সেখানে নায়িকার স্পষ্ট ইঙ্গিত তিনি ফের গর্ভবতী! কীভাবে ২০২৪ তাঁর মাতৃত্বের সফর কেটেছে এবং আগামি অক্টোবরে ফের মা হবেন, এমনই আভাস দিয়েছেন।
দ্বিতীয় প্রেগন্যান্সির ইঙ্গিত ইলিয়ানার
‘ভালোবাসা। শান্তি। দয়া। আশা করছি ২০২৫ এই সমস্তে ভরা থাকবে’ স্বামী মাইকেল ডোলান এবং তাঁদের সন্তান কোয়া ফিনিক্সের সঙ্গে সুখের ঝলক শেয়ার করে এদিন এমনটাই ইলিয়ানা লিখেছেন। জানুয়ারি থেকে ডিসেম্বর কেমন কেটেছে তাঁর, সেই ঝলকই মূলত উঠে এসেছে এই ভিডিয়োয়। একরত্তি ছেলেকে নিয়েই সদাব্যস্ত ইলিয়ানা, অক্টোবরে প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা মিলল তাঁর, সেই রেজাল্ট ‘পজিটিভ’।
যা দেখে উত্তেজিত ভক্তরা। একজন মন্তব্য করেন, 'দ্বিতীয় সন্তান ২০২৫ সালে আসছে?' আরেক ভক্ত লিখেছেন, ‘অপেক্ষা করুন... অক্টোবরের, অনেক অভিনন্দন!!’
ইলিয়ানার প্রথম গর্ভাবস্থা
২০২৩ সালের এপ্রিলে ইলিয়ানা ইনস্টাগ্রামে তার প্রথম গর্ভাবস্থার খবর ঘোষণা করার পর কম বিতর্ক দানা বাঁধেনি। তিনি লেখেন, ‘শীঘ্রই আসছি। তোমার সাথে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না, আমার ছোট্ট সোনা’। সন্তানের বাবা কে? তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ইলিয়ানাকে। কারণ ইলিয়ানা আদৌ বিবাহিত কিনা বা তাঁর সঙ্গীর নামও কেউ জানতেন না। যদিও লোকের কথায় কান দেননি ইলিয়ানা। বরং গর্ভাবস্থাকে চুটিয়ে উপভোগ করেছেন।
সেই সময় অনেকেই ভেবেছিলেন ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা, তিনিই হয়ত তাঁর সন্তানের বাবা। কারণ, এর আগে ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে পরে সকলের ভুল ভাঙেন অভিনেত্রী। ছেলের জন্মের পর নিজের গোপন বিয়ে নিয়ে মুখ খোলে। ২০২৩ সালে চুপচাপ বিয়ে করেন ইলিয়ানা ও মাইকেল।
অগস্টেছেলের জন্মের ঘোষণা দিয়ে নায়িক লিখেছিলেন, ‘কোনও শব্দই ব্যাখ্যা করতে পারে না যে আমরা আমাদের আদরের ছেলেকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে কতটা খুশি। হৃদয় পরিপূর্ণ।’ আরও পড়ুন-‘আমার খারাপ সময়ে…’! বিয়ের আগেই গর্ভবতী, ইলিয়ানা মুখ খুললেন বর মাইকেলকে নিয়ে
সাম্প্রতিক কাজ
ইলিয়ানাকে সর্বশেষ ২০২৪ সালে তেরা কেয়া হোগা লাভলি এবং দো অউর দো পেয়ারে দেখা গিয়েছিল। তিনি এখনও তার আসন্ন প্রকল্পগুলি ঘোষণা করেননি।