বাংলা নিউজ > বায়োস্কোপ > Idhika Paul: ‘আমার বিয়ে…’, সুখবর দিলেন ইধিকা, পাত্রের পরিচয় ফাঁস করলেন শাকিবের প্রিয়তমা
বিয়ে করছেন ইধিকা পাল! রবিবাসরীয় মেঘলা দিনে এমনই সুখবর দিলেন শাকিব খানের প্রিয়তমা। এখানেই থেমে থাকেননি পিলু সিরিয়ালের রঞ্জা, বরং বরের নামও জানিয়েছেন লাজুক হাসি নিয়ে। আর সেই বরকে কিন্তু সব্বাই চেনে। কী বুঝতে পারলেন না তো? আরও পড়ুন-এবার দেবের নায়িকা ইধিকা? মুখ খুললেন শাকিবের ‘প্রিয়তমা’
টলিপাড়ার এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে এদিন ব্রাইডাল লুকে সেজে ইধিকার দেখা মিলল। এত সাজ কেন? প্রশ্ন রাখতেই নায়িকার সটান জবাব, ‘আমার বিয়ে’। এরপর বরের নাম জানতে চাওয়া হলে ইধিকা বলেন, ‘শিব’। তবে কনফিউসন দূর করতে জানিয়েছিলেন, শিব মানে মহাদেব! হ্যাঁ, নিছক মজা করেই নিজের বিয়ের কথা বলেছেন ইধিকা।