সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান প্রায়শই জিমে ভক্ত এবং পাপারাৎজিদের সঙ্গে নানা মজার মজার কাণ্ড ঘটিয়ে থাকেন। তাঁদের সঙ্গে বেশ সখ্যতা সইফ-পুত্রের। তবে বিগত কিছুদিন বি-টাউনে কান পাতলেই তাঁর প্রেমের জোরদার গুঞ্জন শোনা যাচ্ছে পলক তিওয়ারির সঙ্গে। তবে এই সবের মধ্যে খবর তাঁর জীবনে নাকি লক্ষ্মী নামের এক বিশেষ বন্ধুর আগমন ঘটেছে! ভাবছেন সে আবার কে? আসলে সে হল একটা গরু, আর তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন ইব্রাহিম।
লক্ষ্মীর সঙ্গে ইব্রাহিমের বন্ধুত্বের এই ভিডিয়ো রীতিমতো ভাইরাল। ভাইরাল ভয়ানির শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা গিয়েছে ইব্রাহিম একটি কালো টি- শার্ট, শর্টস, একটি হুডি এবং সানগ্লাস পরে, কাঁধে একটি জিম ব্যাগ নিয়ে জিম সেশন থেকে বেরোচ্ছেন। আর সেই সময়ই তাঁর দেখা হয়েছে লক্ষ্মীর সঙ্গে। গরুটিকে দেখেই অভিবাদন জানান সইফ-পুত্র। সঙ্গে হাস্যকরভাবে তাঁর মালিককে তাঁর পরিবর্তে আটটি ফটোগ্রাফারকে একটি টিপ দেওয়ার পরামর্শ দেন। তখন গরুটির মালিক ইব্রাহিমকে বলেন, তিনি একজন বড় অভিনেতা। এর উত্তরে ইব্রাহিম মজা করেই বলেন, কোথাকার অভিনেতা?
আরও পড়ুন: 'অনেক কিছুই ঘটতে পারত', ফ্ল্যাটে আগুন লাগা নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত উদিত নারায়ণ
কাজের সূত্রে, ইব্রাহিম আলি খান এই বছরই 'সরজমিন' ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। ইব্রাহিমের প্রথম ছবি 'সরজমিন'-এর পরিচালক কায়োজ ইরানি। ছবিটি করণ জোহরের সহ- প্রযোজনায়, চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে। সম্ভবত অক্ষয় কুমারের 'স্কাই ফোর্স'- এর সঙ্গে একই দিনে প্রজাতন্ত্র দিবসের কাছাকাছি সময় মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এই ছবিতে ইব্রাহিম আলি খান ছাড়াও রয়েছেন কাজল এবং পৃথ্বীরাজ সুকুমারন। ছবির শ্যুটিং এপ্রিল মাসে শেষ হলেও, পরে আরও কিছু অতিরিক্ত দৃশ্য সম্প্রতি শ্যুট করা হয়েছে।
আরও পড়ুন: গা ভর্তি গয়না, সঙ্গে টুকটুকে লাল বেনারসি, বধূবেশে 'জগদ্ধাত্রী'র সাংভি! বছরের শুরুতেই বিয়ে সারলেন প্রেরণা?
তবে কেবল কাজ নয়, অভিনেতার ব্যক্তিগত জীবনও এখন সংবাদের শিরোনামে। কারণ বিগত কিছুদিন ধরে শোনা যাচ্ছে, বিখ্যার টিভি অ্যাক্টর শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে নাকি ইব্রাহিম প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। দুজনকে সম্প্রতি বিমানবন্দরেও একসঙ্গে দেখা গিয়েছিল। তাঁরা একসঙ্গে নতুন বছর উদযাপন করার পর মুম্বইতে ফিরছিলেন। অনেকের মতে তাঁরা নাকি প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন, তবে কেউই প্রকাশ্যে সম্পর্কের বিষয়ে এখনও মুখ খোলেননি।