বেশ কিছু মাস ধরে খবরের শিরোনামে উঠে এসেছেন ইউটিউবার জারা ডর। ইউটিউবারের সম্পর্কে বেশ কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় আনাগোনা করছিল। কেন তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন? তিনি কি আদৌ পাকিস্তানি? এই সমস্ত প্রশ্নের উত্তর এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন জারা।
সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে জারা বলেন, আমি কিছুদিন আগে একটি ভিডিয়ো তৈরি করেছিলাম যেখানে আমি বলেছিলাম, আমি পড়াশোনা ছেড়ে দিচ্ছি এবং OnlyFans- এ কাজ করব। আমার কনটেন্ট দেখার পর অনেকেই আমার নামে ভুল তথ্য ছড়িয়েছে। আমি এই বিষয়ে কিছু কথা বলে সবার কাছে ব্যাপারটি স্পষ্ট করতে চাই।
আরও পড়ুন: তুঙ্গে খাদান বনাম সন্তানের চর্চা, তার মাঝেই দেব বললেন, 'আমার কাছে SVF মানেই...'
আরও পড়ুন: ৫৯তম জন্মদিনে ভাইজান ধামাকা! বর্শা হাতে অ্যাকশন মুডে ‘সিকান্দর’ সলমন, দেখুন পোস্টার
জারা বলেন, আমার ব্যাপারে অনেক ভুল তথ্য ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। আমি কাউকে সাক্ষাৎকার দিইনি তাই একটি ভিডিয়োর মাধ্যমে গোটা ব্যাপারটি পরিষ্কার করতে চাই। আমি পিএইচডি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পিএইচডি না করে আমি ইউটিউব চ্যানেলে আমার বিষয় নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করব। এছাড়া OnlyFans- এ পুরোপুরি সময় দেব আমি। এই প্লাটফর্ম আমাকে অনেক কিছু শিখিয়েছে। নতুন নতুন কনটেন্ট তৈরি করার স্বাধীনতা দিয়েছে আমাকে।
তিনি পাকিস্তানি, এই বিষয়টি যে ভুয়ো তা ব্যাখ্যা করতে গিয়ে জারা বলেন, আমার আসল নাম ডার্সি। আমি আমার নাম ব্যবহার করি 'ডর'। ইউটিউবে আমি আমার নাম জারা ডর ব্যবহার করি, যার ফলে অনেকেই একজন পাকিস্তানি বিউটি, ইনফ্লুয়েন্সারের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেন। তবে আমি ওঁকে যথাযথ সম্মান দিয়েই জানাচ্ছি, আমি পাকিস্তানি নই। আমি আমেরিকান। আমি প্রাচ্য এবং পাশ্চাত্যের আদলে বড় হয়েছি।
আরও পড়ুন: ক্রিসমাসে রাস্তার মাঝেই ভাল্লুক জড়িয়ে ধরল রণজয়কে! কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যারিশ্মায় নয়া অবতারে নায়ক
প্রসঙ্গত, গত সোমবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জারা ভক্তদের জানিয়েছিলেন, তিনি আর পড়াশোনা করবেন না। কনটেন্ট ক্রিয়েটর হওয়ার জন্যই তিনি ডক্টরেট হবেন না আর। এই সিদ্ধান্ত তাঁকে তাঁর বাঁধা ধরা পড়াশুনোর চাপ থেকে মুক্তি দেবে এবং তিনি স্বাধীনভাবে নিজের কেরিয়ার বেছে নিতে পারবেন।