২০২০ সালে X হ্যান্ডেলে একটি পোস্টে হ্যারি পটার লেখিকা জে কে রাউলিং সমকামিতা নিয়ে কিছু কথা বলেন যা নিয়ে তৈরি হয় বিতর্ক। এতকিছুর পরেও হ্যারি পটারের আগামী সিরিজের সঙ্গে যুক্ত হতে রাজি হয়েছে HBO। কেন এই পদক্ষেপ নিল তারা?
ভ্যারাইটিকে দেওয়া একটি বিবৃতিতে এইচবিও জানিয়েছে, আমরা আবারও হ্যারি পটারের গল্প বলতে পেরে ভীষণভাবে গর্বিত বোধ করছি। এই গল্প বন্ধুত্ব, সংকল্পের কথা বলে। হ্যারি পটারের লেখিকা যে মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, সেটি করার তাঁর যথেষ্ট অধিকার আছে। এই প্রসঙ্গে আমাদের কিছু বক্তব্য নেই।
(আরও পড়ুন: কাস্টিং কাউচ বিতর্কে ইমতিয়াজকে তুলোধনা করতে গিয়ে প্রযোজক বিনীতা নন্দা কেন বললেন, 'করিনা নিরাপদ কারণ...')
(আরও পড়ুন: পাকিস্তানের জামাই হতে চলেছেন বাদশা? হানিয়ার সঙ্গে প্রেম নিয়ে অকপট তারকা ব়্যাপার)
এইচবিও আরও জানিয়েছে, আমরা আপাতত নতুন সিরিজের দিকে মনোনিবেশ করেছি। ২০ বছরের বেশি সময় ধরে আমরা কাজ করছি। জে কে রাউলিং-এর অবদান এক কথায় অনস্বীকার্য। লেখিকার ট্রান্সজেন্ডার বিরোধী মন্তব্য হ্যারি পটারের আগামী সিরিজের ওপর কোনও প্রভাব ফেলেনি।
ওয়ার্নার ব্রোস প্রযোজিত হ্যারি পটারের ৮ সিরিজে অভিনয় করেছিলেন ড্যানিয়েল র্যাডক্লিফ, এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্ট। তবে কিছু চরিত্রে দেখা যাবে নতুন তারকাদের। যেমন ধরুন, রিচার্ড হ্যারিস ডাম্বালডোর চরিত্রে অভিনয় করেছিলেন কিন্তু তাঁর মৃত্যুর পর এই চরিত্রে অভিনয় করছেন মাইকেল গ্যাম্বন।
(আরও পড়ুন: ক্যানসার-পেসমেকার নিয়েও 'রোল-ক্যামেরা-অ্যাকশন'! কাজ নিয়ে বাসন্তী চট্টোপাধ্যায় বললেন, 'এটা আমার নেশা')
শুধু তাই নয়, প্রয়াত তারকা ম্যাগি স্মিথ প্রফেসর ম্যাকগোনাগালের চরিত্রে অভিনয় করেছিলেন এবং প্রফেসর স্নেপের চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত তারকা অ্যালান রিকম্যান। এই সব চরিত্রে অভিনয় করবেন অন্য তারকারা।