বাংলা মেগার বহু পরিচিত মুখকে প্রায়ই নজর কাড়তে দেখা যাচ্ছে ন্যাশনাল টেলিভিশনের পর্দায়। দেশজুড়ে এখন তাঁদের প্রচুর ভক্ত। অদ্রিজা রায়, অঙ্কিতা চক্রবর্তী থেকে দেবচন্দ্রিমা সিংহ রায় সকলেই দাপিয়ে কাজ করছেন বি-টাউনে। আর এবার তাঁদের পথই অনুসরণ করলেন ছোট পর্দার আর এক অতি পরিচিত মুখ মধুরিমা বসাক। তিনিও মায়ানগরীর মায়ায় আটকা পড়েছেন।
কেবল মেগা নয় বড় পর্দা থেকে ওয়েব বাংলা বিনোদন জগতের সব মাধ্য়মেই দাপটের সঙ্গে কাজ করেছেন মধুরিমা। তাঁর ভক্ত সংখ্য়াও নেহাত কম নয়। মেগায় বেশির ভাগ ক্ষেত্রেই তাঁকে নেতিবাচক চরিত্রে দেখেছেন দর্শকরা। লীনা গঙ্গোপাধ্যায়ের 'গুড্ডি' থেকে স্টার জলসার 'চিনি' -এর ‘অপলা’ খল চরিত্রে তাঁর অভিনয়ের জুড়ি মেলা ভার। এক কথায় বলা যেতেই পারে তিনি ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ভিলেন।
আরও পড়ুন: ভ্রু কুঁচকে শ্যালক-জামাইবাবুর কথা! সোশ্যাল মিডিয়া কোন ‘থিওরি’ দিচ্ছে
কিছুদিন আগেই শেষ হয়েছে ‘চিনি’-এর সম্প্রচার। তার পর বেশ কিছুদিন হল তাঁকে আর সেভাবে পর্দায় দেখা যায়নি। তবে এই স্বল্প বিরতির পর একেবারে বড় চমক নিয়ে হাজির অভিনেত্রী। তবে এবার আর টলিউডে নয়। বাংলার গন্ডি পেরিয়ে একেবারে আরব সাগরের উপকূলে পাড়ি জমিয়েছেন তিনি। পা রেখেছেন হিন্দিতে মেগাতে। তাঁর সেই হিন্দি সিরিয়ালের ঝলক নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর মেগার ভিডিয়োও পোস্ট করেছিলেন মধুরিমা।
কালার্স -এর ‘দুর্গা’ সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে। মেগায় তাঁর চরিত্রের নাম 'সুহানি'। এই সিরিয়ালেও অভিনেত্রী নেতিবাচক চরিত্রেই ধরা দেবেন। অভিনেত্রীর ভাগ করে নেওয়া ভিডিয়ো দেখে অন্তত সেই আভাসই পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই মেগার বেশ কিছুটা শ্যুটিং করে ফেলেছেন অভিনেত্রী। সম্প্রচারও শুরু হয়ে গিয়েছে। এই মেগায় এর আগে বাংলা সিরিয়ালের আর এক অতি পরিচিত অভিনেতা ঋষি কৌশিককেও দেখা গিয়েছিল।
আরও পড়ুন: 'মা চলে যাওয়ার পর…' রাজের ছবি 'সন্তান' দেখে আবেগে ভাসলেন সুদীপা!
প্রসঙ্গত, মধুরিমা বসাককে সকলে ছোট পর্দায় দেখেছেন। ‘গুড্ডি’ ধারাবাহিকে তিনি 'শিরিন' -এর চরিত্র করে সকলের নজর কেড়েছিলেন। তাছাড়াও তাঁর সদ্য শেষ হওয়া মেগা 'চিনি'তেও তাঁর চরিত্র বেশ চর্চিত। এছাড়াও একাধিক ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী।
তবে কেবল ছোট পর্দা নয়, বড় পর্দা এবং সিরিজেও দাপিয়ে কাজ করেছেন তিনি। তাঁকে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক্স = প্রেম’ ছবিতে দেখা গিয়েছিল। এছাড়া তিনি ‘জেন্টেলমেন’ ছবিতেও কাজ করেছেন। সেখানে তাঁর সঙ্গে রুদ্রনীল ঘোষ, মীর, জয় সেনগুপ্ত প্রমুখকে দেখা গিয়েছিল।