জানুয়ারিতেই বিয়ের খবর দিয়েছিলেন ছোট পর্দার অভিনেতা, বাংলা টেলিভিশনের ‘কৃষ্ণ’ গৌরব মণ্ডল। সাতপাকে বাঁধা পড়েছেন তিনি চিন্তামণি ডায়নার সঙ্গে। আর এবার অভিনেতা বরের জন্মদিনে, সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন ওড়িশি নৃত্যশিল্পী।
বৃন্দাবনে কৃষ্ণ আর রাধার বেশে দেখা মিলল গৌরব ও চিন্তামণির। ঘাঘরার ওড়না দিয়ে ঢেকে রেখেছেন বেবিবাম্প। যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রেগন্যান্সি জার্নির সেকেন্ড কিংবা থার্ড ট্রায়মেস্টারে রয়েছেন তিনি। গৌরবের গায়েও কিন্তু কৃষ্ণের সাজ। ধুতি-উত্তরীয়-বাজুবন্ধ। দুজনের কপালেই তিলক।
চিন্তামণি তাঁর মা হতে চলার খবর ভাগ করে লিখলেন, ‘আজ গৌরবের জন্মদিন। এর থেকে আর ভালো উপহার কৃষ্ণ কী বা দিতে পারে আমাকে, তিনি আমাকে বৃন্দাবনে এক সুন্দর আত্মার সঙ্গে দেখা করিয়ে দিয়েছেন।’
সঙ্গে আরও লিখলেন, ‘আর চাই না লুকোতে। আমরা খুব খুশি। আপনাদের অনেক অনেক আশীর্বাদ চাই। জয় শ্রী রাধে শ্যাম।’, আরও লেখেন চিন্তামণি।
রাশিয়ান নৃত্যশিল্পী চিন্তামণি ডায়না ইস্কনের সঙ্গে যুক্ত। সেই সূত্র ধরেই দুজনের আলাপ বৃন্দাবনে। রাশিয়ার সারাটোভে জন্ম চিন্তামণির। বাবা-মা ইস্কনের সঙ্গে যুক্ত, তাই ছোট থেকেই কৃষ্ণপ্রেমের আবহেই তাঁর বড় হওয়া। এরপর ইস্কন থেকে আয়োজিত এক আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় জিতে এ দেশে আসেন। এরপর ধীরে ধীরে প্রণয় দুজনের। বর্তমানে গৌরবের বিদেশিনী বউয়ের কর্মভূমি বৃন্দাবনেই। সেখানেই চলছে সংসার।
কৃষ্ণ প্রেম মিলিয়েছিল তাঁদের। তাই জানুয়ারি মাসে বিয়ের সময়, বৃন্দাবনকেই বেছে নিয়েছিলেন। বিয়ের দিন চিন্তামণির গায়ে ছিল জমকালো লাল লেহেঙ্গা। আর গৌরবের গায়েও লাল শেরওয়ানি।
বহুদিন ছোট পর্দা থেকে দূরে আছেন গৌরব। শেষ তাঁকে দেখা গিয়েছিল কালার্স বাংলার ধারাবাহিক নয়নতারা। একটা সময় টেলি নায়িকা জেসমিন রায়ের সঙ্গে ছিল খুল্লমখুল্লা প্রেম। করোনাকালে ভেঙে যায় তা। এরপর কৃষ্ণই খুঁজে দেন জীবনসঙ্গী। আংটি বদল সেরে তাঁরা সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন ২০২২ সালেই। তারপর ২০২৪-এ বিয়ে। আর এখন নতুন সদস্য আসার অপেক্ষা।