কবে মুক্তি পাচ্ছে অব্যক্ত? এই প্রশ্ন মাস কয়েক ধরেই ঘোরা ফেরা করছিল সিনেপ্রেমীদের মাথায়, অবশেষে উত্তর মিলল। বুধবার প্রকাশ্যে এল পরিচালক অর্জুন দত্তর অব্যক্তর অফিসিয়্যাল পোস্টার। পাশাপাশি এইদিনই ছবি মুক্তির তারিখও জানাল টিম। ৩১ জানুয়ারি, অর্থাত্ নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে এই ছবি।
অব্যক্তর চিত্রনাট্য তৈরি হয়েছে মা-ছেলের সম্পর্কের আবর্তে। সেই সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে কিভাবে জড়িয়ে পড়বে বাকি সম্পর্কগুলো তাই অব্যক্তর মূল উপজীব্য। ছবিতে ইন্দ্রর(অনুভব কাঞ্জিলাল) মায়ের চরিত্রে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়। তবে এই ছবির সবচেয়ে বড়ো ইউএসপি হতে চলেছে আদিল হুসেনের উপস্থিতি। অর্পিতা-আদিলের অভিনব রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন বাঙালি দর্শক। অব্যক্তয় অর্পিতার স্বামীর চরিত্রে রয়েছেন অনিবার্ণ ঘোষ, এছাড়াও ছবিতে দেখা মিলবে খেয়া চট্টোপাধ্যায়ের।

অব্যক্তর সঙ্গে ফিচার ফিল্মে হাতেখড়ি হচ্ছে অর্জুনের। পরিচালকের কথায় , ‘অনেক ধরণের অনুভূতিকে এই ছবিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ইন্দ্রর ছোট থেকে বড়ো হয়ে ওঠার মধ্য দিয়ে এই ছবির গল্প এগিয়েছে। সম্পর্কের মধ্যে অনেক অনুভূতি আমরা ব্যক্ত করতে পারি না, সেই অব্যক্ত অনুভূতির গল্প বলবে এই ছবি’।

অর্পিতা চট্টোপাধ্যায়কে এই ছবিতে দেখা যাবে দুটি লুকে- প্রথমটি ত্রিশ ছুঁইছুঁই বাঙালি বধূ সাথী, অন্যটি পঞ্চাশের কোটা পার করা, বয়স এবং অভিজ্ঞতায় পরিপক্ক এক মা। ছবিতে ইন্দ্রর ছোটবেলার চরিত্রটি দেখা যাবে সোমান্তক মৈত্রকে।
এর আগে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব, ৪৯তম ইন্ডিয়া ইন্টারন্যাশাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে 'অব্যক্ত'। ছবির মুকুটে একাধিক দেশি-বিদেশি চলচ্চিত্র উত্সবের সম্মান। অবশেষে নতুন বছরে না-বলা কথার এই আখ্যান নিয়ে আম জনতার দরবারে পৌঁছে যাচ্ছে টিম 'অব্যক্ত'।