রূপকথার গল্পের মতোই তাঁদের প্রেম কাহিনি। বলিউডের সবচেয়ে পছন্দের জুটির অন্যতম রণবীর-দীপিকা। পর্দায় তাঁদের রসায়ন যেমন চোখ টানে, তেমনই বাস্তবেও ‘দীপবীর’-এর রসায়ন থেকে চোখ ফেরানো দায়! মঙ্গলবার ৬৭তম ফিল্মফেয়ারের আসরকে স্মরণীয় করে তুলল এই রিয়েল লাইফ কপলের প্রেমেমাখা মুহূ্র্তগুলো!
এদিন জিও কনভকেশন সেন্টারে বসেছিল বলিউডের সবচেয়ে ঐতিহ্যশালী অ্যাওয়ার্ড নাইট। এদিন ‘৮৩’-র জন্য সেরা অভিনেতা (পপ্যুলার)-র পুরস্কার জেতেন রণবীর। অ্যাওয়ার্ড জয়ের আনন্দ দ্বিগুণ হয়ে গেল রণবীরের কাছে, কারণ নিজের বউয়ের হাত থেকেই পুরস্কার গ্রহণ করলেন রণবীর।
এদিন কালো রঙের ব্লেজার আর বো-টাই'তে সেজেছিলেন বলিউডের সবচেয়ে কালারফুল বয়। অন্যদিকে রেড কার্পেটের গ্ল্যামারাস লুক ভুলে একদম সাধারণ সাজে অনুষ্ঠানে হাজির দীপিকা। এদিন ওভারসাইজ নীল শার্ট এবং ম্যাচিং ডেনিমে ধরা দিলেন দীপিকা। পায়ে কোনও হিল জুতো নয়, বরং সাদা জুতো পরেছিলেন অভিনেত্রী। চুলে একটা সাধারণ খোঁপা করা।
এদিন বউয়ের হাত থেকে পুরস্কার নিতে উচ্ছ্বসিত রণবীর। চুমুতে ভরিয়ে দিলেন দীপিকাকে। আর মজা করে বললেন, ‘যদি এমনটা হত… রণবীর সিং পাওয়ারড বাই দীপিকা পাড়ুকোন’। আরও পড়ুন-ক্যাটরিনার বোনের সঙ্গে রাতপার্টিতে শাহরুখ পুত্র! চর্চা শুরু নতুন রসায়নের

বক্স অফিসে সেভাবে দাগ কাটতে পারেনি ‘৮৩’। পরিচালক কবীর খানের এই ছবিতে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট টিমের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনি। যার কাণ্ডারী ছিলেন টিমের অধিনায়ক কপিল দেব। যে ভূমিকায় দেখা মিলেছে রণবীরের। এই ছবির অংশ দীপিকাও। কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে অভিনয় করেছেন রণবীর ঘরণী। ছবির সহ-প্রযোজকও ছিলেন দীপিকা।
রণবীরের সিং-এর শেষ বক্স অফিস রিলিজ ‘জয়েশভাই জোরদার’ও ফ্লপ তকমা পেয়েছে। তবে সেই ব্যর্থতা খানিক হলেও পুষিয়ে দিল এই পুরস্কার। এদিন ফিল্মফেয়ারের মঞ্চে এনার্জেটিক পারফরম্যান্সও দেন রণবীর।
রণবীরের ঝুলিতে আপতত রয়েছে রোহিত শেট্টির ‘সার্কাস’, ‘সিম্বা’র পর ফের একবার রোহিতের নায়ক রণবীর। মাঝে যদিও ‘সূর্যবংশী’ ছবিতেও ক্যামিও চরিত্রে দেখা মিলেছে তারকার। পাশাপাশি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি'ও রয়েছে মুক্তির অপেক্ষায়। করণ জোহরের এই ছবিতে আলিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর। অন্যদিকে দীপিকা ব্যস্ত ‘পাঠান’ নিয়ে। এই ছবিতে ফের একবার শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। পাশাপাশি প্রথমবার হৃতিকের নায়িকা হয়েও সামনে আসবেন অভিনেত্রী। শীঘ্রই ‘ফাইটার’-এর শ্যুটিং শুরু করবেন দীপিকা।