1 মিনিটে পড়ুন Updated: 19 Dec 2022, 10:39 AM ISTPriyanka Bose
FIFA World Cup 2022 final: এ যেন ফুটবলের ইতিহাসে শতাব্দীর সেরা ফাইনাল, তার আগে ‘লাইট দ্য স্কাই’ অ্যান্থেম হিন্দিতে গেয়ে বাজিমাত করলেন নোরা।
বিশ্বকাপের সমাপনী আসর মাতালেন নোরা ফাতেহি
বিশ্বকাপ ফাইনাল শুরুর দেড় ঘণ্টা আগে শুরু হয়েছিল জমজমাট সমাপনী অনুষ্ঠান। জমকালো সমাপনী অনুষ্ঠানে কাতার সংমিশ্রণ ঘটিয়েছে হলিউড-বলিউডের গ্ল্যামারের। নাচে-গানে ফুটবল বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ মাতিয়ে রেখেছিলেন নোরা ফাতেহি।
বিশ্বকাপের থিম গান ‘লাইট দ্য স্কাই’ পরিবেশন করতে নোরা যোগ দিয়েছিলেন বাল্কিস, রহমা রিয়াদ এবং মানালের সঙ্গে। একযোগে সফল করলেন এই অনুষ্ঠান। এ দিন কালো উজ্জ্বল পোশাকে মঞ্চে পারফর্ম করেছেন নোরা। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে তিনজনের সঙ্গে মঞ্চে নেচেছেন তিনি। নোরার পারফরম্যান্সের ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল রবিবার রাত থেকে। নোরার কণ্ঠে গানটির হিন্দি সংস্করণ শুনে বুঁদ ভারতীয় দর্শক।