'১১ মুলকো কী পুলিশ জিসে ধুন্ড রহে হ্যায়' সেই ‘ডন’ অবশেষে ফ্রেমবন্দি হলেন। নতুন ‘ডন’ ধরা দিলেন নতুন অবতারে। ‘ডন ৩’ নিয়ে আসছেন ফারহান আখতার। তবে এবার আর মুখ্য ভূমিকায় শাহরুখ খান থাকছেন না। তাঁর জায়গায় নতুন ‘ডন’ হিসেবে ধরা দিলেন রণবীর সিং। মুক্তি পেল এই ছবির প্রথম টিজার।‘ডন ৩’ -এর টিজার শেয়ার করে ফারহান লেখেন, 'একটা নতুন যুগ শুরু হচ্ছে, ডন ৩।' তিনি তাঁর এই টুইটে পুষ্কর গায়ত্রীকেও ট্যাগ করেন, যদিও ছবিটির পরিচালনা করবেন ফারহান নিজেই। টিজারের শুরুতে দেখা যাচ্ছে একটি বহুতলের ফ্ল্যাটের একটি ঘরে চেয়ারে পিছন ফিরে বসে ধূমপান করছেন রণবীর। তাঁর পরনে লেদার জ্যাকেট, বুট। তারপর কথায় কথায় তিনি জানান, ‘যে সিংহ ঘুমাচ্ছে সে কবে জাগবে জানতে চাইছে সবাই। তাহলে ওদের সবাইকে বলে দিন আমি জেগে উঠেছি, শীঘ্রই আমার ক্ষমতা দেখাতে ফিরছি।’ এবার মৃত্যুর সঙ্গে জিততে ডন হয়ে আসছেন রণবীর, ওরফে নতুন ডন।ইনস্টাগ্রামে ফারহান এদিন এই ছবির বিষয়ে একটি নোট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন '১৯৭৮ চিত্রনাট্যকার সেলিম জাভেদের হাত ধরে কাল্পনিক 'ডন' চরিত্রটি তৈরি হয়েছিল। যে চরিত্রে একসময় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। পরে ২০০৬-এর শাহরুখের হাত ধরে নতুন 'ডন' তৈরি হয়। লেখক, পরিচালক হিসাবে আমি শাহরুখকে নিয়ে দুটো ডন বানিয়েছি। দুটোর অভিজ্ঞতাই ভীষণ ভালো, আমার হৃদয়ের অত্যন্ত কাছের। এবার সেই 'ডন'-এর সেই উত্তরাধিকার নতুন প্রতিভাবান অভিনেতার হাতে যাচ্ছে, আশা রাখি অমিতাভ বচ্চন, শাহরুথ খান যেমন ভালোবাসা পেয়েছেন, এবারও তেমনই ভালোবাসা মিলবে। ২০২৫-এর ডন-এর নতুন যুগের সূচনা হচ্ছে, দেখতে থাকুন…।' কিন্তু শাহরুখ ভক্তরা যে এতে বেজায় ক্ষুব্ধ হয়েছেন সেটা বলাই বাহুল্য। তাঁরা এক প্রকার বলিউড জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন শাহরুখকে ছাড়া ‘ডন ৩’ তৈরি করলে। উঠেছে বয়কটের ডাকও।