বাংলা নিউজ > বায়োস্কোপ > মা-বাবার ডিভোর্সের সাক্ষী! সানিয়া-শোয়েবের ৫ বছরের ছেলের কাছে চুমু নিয়ে এ কেমন আবদার ফারহার?
পরবর্তী খবর
মা-বাবার ডিভোর্সের সাক্ষী! সানিয়া-শোয়েবের ৫ বছরের ছেলের কাছে চুমু নিয়ে এ কেমন আবদার ফারহার?
1 মিনিটে পড়ুন Updated: 18 Feb 2025, 10:59 AM ISTSayani Rana
সম্প্রতি, সানিয়া ফারহার জনপ্রিয় ভ্লগে হাজির হয়েছিলেন। সানিয়া তাঁর বোন এবং ছেলেকে সঙ্গে নিয়ে ফারহার বাড়িতে গিয়েছিলেন। সেখানে ফারহা সানিয়ার ছেলের কাছ থেকে চুমু চায়, কিন্তু পরিচালক চুমু চাওয়ার সময় যে মজাদার মন্তব্যটি করে সেটি এখন সমাজমাধ্যমে চর্চার অন্যতম একটি বিষয়।
মা-বাবার ডিভোর্সের সাক্ষী! সানিয়ার ছেলের কাছে চুমু নিয়ে এ কেমন আবদার ফারহার?
পরিচালক ফারহা খান ও প্রাক্তন টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা বেশ কয়েক বছর ধরে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি, সানিয়া ফারহার জনপ্রিয় ভ্লগে হাজির হয়েছিলেন। সানিয়া তাঁর বোন এবং ছেলেকে সঙ্গে নিয়ে ফারহার বাড়িতে গিয়েছিলেন। সেখানে ফারহা সানিয়ার ছেলের কাছ থেকে চুমু চায়, কিন্তু পরিচালক চুমু চাওয়ার সময় যে মজাদার মন্তব্যটি করে সেটি এখন সমাজমাধ্যমে চর্চার অন্যতম একটি বিষয়।
সোমবার ফারাহ তাঁর ইউটিউব চ্যানেলে ‘সানিয়া মির্জা বনাম ফারাহ খান: কিসনে বানায়া বেস্ট চিকেন ৬৫?’ ভ্লগে ফারাহ তাঁর সহকারিকে চিকেন ৬৫ তৈরি করতে বলেন। তারপর অবশ্য ফারহাকে রান্নার কাজেও হাত লাগাতে দেখা যায়। পাশাপাশি সানিয়াকেও রান্না করতে দেখা যায়। মধ্যাহ্নভোজের পর সানিয়ার ছেলে ইজহানকে ফারহার বাড়িতে ফুটবল খেলতেও গিয়েছে। আর তখনই ঘটে এই মজার কান্ড।
তখন ফারহা তার কাছ থেকে বল কেড়ে নিয়ে বলেন, ‘তোমার কাছ থেকে কিছু ব্রাউনি পয়েন্ট আদায় করার জন্য আমার তোমাকে বলটি দেওয়ার কথা ছিল।' ইজহান যখন বলটি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, তখন ফারাহ বলেছিলেন, ‘প্রথমে তুমি আমাকে একটা চুমু দেবে, তারপরই পাবে, এটা তুমি জানো।' তারপরই মঞ্চ থেকে অনুরাগীর ঠোঁটে উদিত নারায়ণের চুমু খাওয়ার প্রসঙ্গ টেনে পরিচালক বলেন, 'আমার সঙ্গে উদিতজির মতো কর।’
রসিকতা করে সানিয়ার ছেলের থেকে চুমু চাওয়ার ভিডিয়োটি দ্রুত সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়ে যায়। ভিডিয়োটি দেখে রেডডিটে ব্যবহারকারীরা ফারহার রসবোধেরও যথেষ্ঠ প্রশংসা করেন। একজন মন্তব্য করেন, ‘তাঁর নিজের কমেডি শো থাকা দরকার।’ আর একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আমি চাই সে আবারও ফারহা বুদ্ধিদীপ্ত একটি সিনেমেটিক ইউনিভার্স তৈরি করুক।’ আরেকজন লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে মজার মানুষদের মধ্যে একজন হলেন ফারহা।’