বাংলা নিউজ > বায়োস্কোপ > Kiara Advani-Juhi Chawla: জুহির বিশেষ পরিচিত হয়েও বলিউডের বহিরাগত বলে দাবি! নেটিজেনদের তোপের মুখে কিয়ারা
পরবর্তী খবর
Kiara Advani-Juhi Chawla: জুহির বিশেষ পরিচিত হয়েও বলিউডের বহিরাগত বলে দাবি! নেটিজেনদের তোপের মুখে কিয়ারা
1 মিনিটে পড়ুন Updated: 26 Feb 2024, 07:02 PM ISTSubhasmita Kanji
Kiara Advani-Juhi Chawla: জুহি চাওলার পরিচিত কিয়ারা আডবানি। তথ্য প্রকাশ্যে আসতেই কী বলছে নেটপাড়া?
জুহি চাওলার পরিচিত কিয়ারা আডবানি
বলিউডের এখন অন্যতম ব্যস্ত অভিনেত্রী হলেন কিয়ারা আডবানি। ফাগলি ছবি দিয়ে ডেবিউ করেছিলেন ২০১৪ সালে। তারপর একাধিক ছবিতে তিনি বারংবার নজর কেড়েছেন। আগামীর তাঁকে রণবীর সিংয়ের সঙ্গে ডন ৩ ছবিতে দেখা যাবে। তার আগে তিনি ফের কেন চর্চায় উঠে এলেন? তাঁর কোন কথা নতুন করে বিতর্ক উসকে দিল?
নিজেকে জুহি চাওলার সঙ্গে তুলনা কিয়ারার!
কিয়ারা আডবানির বাবা বা মা কেউই বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। তবুও তিনি বলিউডে নিজের একটা পাকা জায়গা তৈরি করে নিয়েছেন। যদিও তাঁর নানা সাক্ষাৎকারে নানা সময় উঠে এসেছে তাঁর সেই লড়াইয়ের কথা। বলিউডের কেউ না হয়ে, কোনও যোগাযোগ না থাকার দরুন তাঁকে কতটা লড়াই করতে হয়েছে তিনি সেটা বারবার জানিয়েছেন। এবার তিনি নিজেকে জুহি চাওলার সঙ্গে তুলনা করলেন। আর তার জেরেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।
সম্প্রতি জুহি চাওলার একটি পুরনো টুইট ভাইরাল হয়েছে। সেখানে বন্ধুর মেয়ে কিয়ারার প্রশংসা করতে দেখা যাচ্ছে জুহিকে। ফাগলি ছবির আগে তিনি কিয়ারার হয়ে প্রচার করেছিলেন।
সেই টুইট ভাইরাল হতেই নেটিজেনরা তাতে নিজেদের মতামত জানিয়েছেন। সেখানে দর্শকরা স্বীকার করেছেন যে অভিনেত্রী সত্যি গুণী অভিনেত্রী। ভালো অভিনয় করেন কিন্তু বারবার নিজেকে বলিউডের আউটসাইডার বলে দাবি করেন যে সেটা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।
কে হন জুহি কিয়ারার?
জুহি চাওলা, সলমন খান, প্রমুখ আসলে কিয়ারার বাবার বন্ধু হন। তাঁদের সঙ্গে কিয়ারাদের খুবই ভালো সম্পর্ক। তাই বারবার তিনি 'বলিউডে আমার কোনও যোগাযোগ নে', 'আমি আউটসাইডার' বলে দাবি করায় অনেকেই চটেছেন তাঁর উপর। বিশেষ করে যেখানে এত নামী দামী অভিনেতার সঙ্গে তাঁর যোগ আছে।