বলিউডের ইতিহাস অনেক দীর্ঘ। যার শুরু সেই প্রাক-স্বাধীনতার যুগ থেকে। সেই সময় থেকেই বহু অভিনেতা, শিল্পী, অভিনয় দুনিয়ায় তাঁদের বিশেষ চিহ্ন রেখে গিয়েছেন। যা অনুসরণ করে পরবর্তী ধাপে হেঁটেছেন পরের প্রজন্মের অভিনেতারা। এমনই এক কিংবদন্তি অভিনেতার ছবিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
খ্যাতনামা ও ধনী পরিবারেই জন্ম হয়েছিল তাঁর। স্বাধীনতার আগে থেকেই অভিনয় দুনিয়ায়র সঙ্গে জড়িয়ে রয়েছেন এই অভিনেতা। বলিউডে প্রায় ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ধনী পরিবার থেকে আসা সত্ত্বেও, জীবনে অনেক বাধার সম্মুখীন হয়েছেন তিনি। বাড়িতে টাকার প্রয়োজনে তাঁকে তাঁর গাড়িও বিক্রি করতে হয়েছে। এই কিংবদন্তি অভিনেতার নাম অনুমান করতে পারছেন?
এবার তাহলে খোলসা করেই বলি, ইনি আর কেউ নন, শশী কাপুর। আসল নাম বলবীর রাজ কাপুর। শশী কাপুর ভারতীয় সিনেমার দুনিয়ায় অন্যতম জনপ্রিয় অভিনেতা। যিনি ৬০, ৭০ এবং ৮০ এর দশকে বলিউডে খ্যাতি অর্জন করেছিলেন। বক্স অফিসে অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। বলিউডের খ্যতনামা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। ২০১৭ সালে লিভার সিরোসিসের কারণে ৭৯ বছর বয়সে মারা যান শশী কাপুর। সম্প্রতি নেটদুনিয়ায় অভিনেতার শৈশবের একটি ছবি ভাইরাল হয়েছে।
আরও পড়ুন-'স্বামী অসুস্থ, আপনারা মা-ছেলে খেলা দেখছেন!' ইডেনে সুদীপাকে দেখে ফের ট্রোলিং নেটপাড়ার

ছোটবেলায় শশী কাপুর
প্রসঙ্গত, সম্পর্কে রাজ কপুরের ছোট ভাই হন শশী কাপুর। তিনি রাজ কাপুরের পরিচালনায় 'আগ' ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন। যেখানে তাঁর অভিনয় সমালোচক ও দর্শকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। যশ চোপড়া পরিচালিত ১৯৬১ সালে ‘ধরমপুত্র’ সিনেমার হাত ধরে বলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন শশী কাপুর। তিনি ‘প্রেম পত্র’, ‘কভি কভি’, ‘সিলসিলা’, ‘মেহেন্দি লাগি মেরে হাত’ সহ বহু হিট ছবি উপহার দিয়েছেন।
জিনাত আমানের সঙ্গে শশী কাপুর অভিনীত ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিটি ছিল অভিনেতার অন্যতম সেরা সিনেমা। ছবিটি শুধু সমালোচকদেরই প্রশংসা কুড়োয়নি বক্স অফিসেও সুপারহিট ছিল। যদিও ছবিতে সাহসী দৃশ্যের জন্য সেসময় অনেক বিতর্কও তৈরি হয়েছিল।