বিভ্রান্তিকর ও মিথ্য ভুয়ো খবর সরাতে ফের একবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চন। এর আগে গুগল, বলিউড টাইমস-সহ অন্যান্যদের নোটিস পাঠায় আদালত।
আদালতের দ্বারস্থা ঐশ্বর্য কন্যা আরাধ্যা
বয়স মাত্র ১৩, এখনও অভিনয় দুনিয়াতে পাও রাখেননি। তবু বিনোদন দুনিয়ার চর্চার বিষয় হয়ে উঠেছেন আরাধ্যা বচ্চন। কারণ, তিনি অমিতাভ বচ্চনের নাতনি। অভিষেক ও ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে। তবে এবার তাঁকে নিয়ে ভুল, বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আরাধ্যা।
অভিযোগ, আরাধ্য বচ্চনের স্বাস্থ্য সংক্রান্ত নানান ভুয়ো বিভ্রান্তিকর খবর নেটদুনিয়ায় বিভিন্ন ওয়েবসাইট ঘুরে বেড়াচ্ছে। আর সেই কারণেই আদালতের দ্বারস্থ অমিতাভ বচ্চনের নাতনি। বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী, ১৩ বছরের এই কিশোরী আবেদনের ভিত্তিতে, তাঁর সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংক্ষিপ্ত রায়ের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট একটি নোটিশ জারি করেছে।
ইতিমধ্যেই গুগল, বলিউড টাইমস সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যেখানে আরাধ্য বচ্চন সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য সরিয়ে নিতে বলা হয়েছে। তবে আগামী ১৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।