বন্ধ হতে চলেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছোটপর্দার জনপ্রিয় অনুষ্ঠান ' দ্য এলেন শো '. ঘোষণা করলেন শোয়ের সঞ্চালিকা তথা রূপকার এলেন ডিজেনেরেস স্বয়ং। এই অনুষ্ঠানের পথ চলা শুরু হয়েছিল ২০০৩ সালে। বাকিটা ইতিহাস। ছোটপর্দার শোয়ের সর্বকালের সম্ভবত প্রথম পাঁচটি জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে থেকে যাবে এই 'টক শো'-এর নাম। নাচ,গান,কমেডি ও সাক্ষাৎকারের মিশেলে ভরপুর জমাটি এই মার্কিনি অনুষ্ঠানে কে হাজির হননি ? আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা থেকে শুরু করে বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন। বিভিন্ন সময়ে একাধিকবার উপস্থিত হয়েছেন হলিউডের প্রথম সারির সব আন্তর্জাতিক তারকারা। এলেনের নির্মল হাস্যরস ও 'স্ট্যান্ড আপ কমেডি' -র সঙ্গে ঝকঝকে সঞ্চালনায় মোড়া এই শোকে প্রতিটা সম্পসারণ দেখা জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা এই শোয়ের দর্শকরা। তবে কেন বন্ধ হতে চলেছে এত 'সুপারহিট' শো ? কারণ হিসেবে এলেন জানিয়েছেন একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে এই শো টানা ১৮ বছর ধরে করতে করতে ক্লান্ত তিনি। যতই জনপ্রিয় এবং মজায় ভরপুর হোক না কেন এই শো একজন সৃজনশীল মানুষ হিসেবে তাঁর কাছে আর নতুন কোনও চ্যালেঞ্জ দিতে ব্যর্থ। সাফ কথায়,এই শো এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে সমস্ত রকম আগ্রহ তিনি হারিয়ে ফেলেছেন। তাই ২০২২ সালে 'দ্য এলেন শো' এর উনিশতম সিজন-এর পরেই চিরতরে পর্দা পড়তে চলেছে এই শোয়ের। অবশ্য, বেশ কিছুদিন আগে এই শোয়ের একাধিক কর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গুরুতর হেনস্থা ও কটু ব্যবহারের। অভিযোগের তালিকা থেমে থাকেনি এখানেই। পাশাপাশি আরও বলা হয়েছিল এই অনুষ্ঠানের কাজের পরিবেশের মান পড়ে গেছে অনেকটাই। রীতিমতো 'টক্সিক' হিসেবে বর্ণনা করা হয়েছিল। এরপরে মঞ্চে এলেন নামলেও বিশেষ কাজ হয়নি। হু হু করে কমেছে শোয়ের দর্শকসংখ্যা।
গোটা ঘটনা প্রসঙ্গে এলেন বলেছেন তিনি এই অভিযোগ শুনে অত্যন্ত ব্যথিত কারণ টিনার সমস্ত সহকর্মী ও কর্মচারীর খেয়াল অক্ষর দায়িত্ব সম্পূর্ণ তাঁর। সে চেষ্টাও আপ্রাণ চালিয়ে এসেছেন এত বছর ধরে। তবে এরকম অভিযোগ সরাসরি তাঁর কানে এলে ভালো হতো,ঘুরিয়ে অন্যের মুখে শোনাতে তাঁর খারাপ লাগা বেড়েছে আরও অনেকটাই। তবে এই 'অভিযোগ' যে তাঁর শো বন্ধ করার কারণ নয়.সেকথাও জোর দিয়ে বলেছেন এলেন। তা যদি হতো,তাহলে ফের একবার এই শোয়ের শেষ সিজন তৈরির ঘোষনা তিনি করতেন না।

তবে কারণ যাই হোক না কেন, 'দ্য এলেন শো' বন্ধ হওয়ার খবরে মনখারাপ তাঁর অনুরাগীদের। মনখারাপ এই শোয়ের ভক্তদের। আসলে এই শো ছিল ছোটদের কাছে যেমন স্বপ্নপূরণের জায়গা পাশাপাশি প্রাপ্তবয়স্কদের কাছে ছিল তাঁদের ব্যস্ত, ক্লান্ত জীবনে এক মুঠো টাটকা হাওয়ার মতো। কারণ এলেন তো শুধু একজন তারকা সঞ্চালক নন, একজন বিরাট হৃদয়ের মানুষও। তাঁর দয়ালু মনের পরিচয় যেমন অসংখ্যবার পেয়েছেন সাধারণ মানুষ তেমন তাঁর ব্যক্তিত্বের জন্য এলেনকে সম্মানিতও করেছিলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামাও।