মঙ্গলবার ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। এবারে বেহালার বাড়িতেই এই বিশেষ দিনটা উদযাপন করলেন মহারাজ। মেয়ে সানা লন্ডনে, তবে সৌরভের জন্মদিন স্পেশাল করে তুললেন স্ত্রী ডোনা, পরিবারের সদস্য ও অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় সৌরভের কেক কাটার একটা ভিডিয়ো শেয়ার করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়। যেখানে মহারাজকে দেখা গেল সাদা টি-শার্ট আর কালো ট্রাউজারে। টেবিলে একাধিক কেক সাজানো দেখা গেল। ডোনার নাচের স্কুলের ছেলেমেয়েদেরও দেখা গেল টেবিলের চারপাশে।
একেবারে সেই ছিপছিপে, চার্মিং অবতারে পাওয়া গেল মহারাজকে। দেখে বোঝার উপায় নেই ৫৩ বছরের জন্মদিন পালন করছেন। নিজেকে সুস্থ রাখতে কড়া ডায়েট ফলো করেন। ভাত খান না, নেন না কার্বোহাইড্রেট। রেড মিট, চিংড়ি মাছের মতো খাবারও বাদ দিয়েছেন। বছরখানেক আগেও হয় হার্টের অপারেশন। তারপর থেকে আরও কড়াকড়ি হয়েছে খাবারে। ফাইবার-প্রোটিন থাকে মূলত তাঁর ডায়েটে।
ক্রিকেট থেকে অবসর নিলেও, চুটিয়ে কাজ করে চলেছেন সৌরভ। টিভিতেও নিজের পরিচিতি তৈরি করেছেন। তা ২০২৫ সালে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ কত?
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সৌরভ গাঙ্গুলির অবসর গ্রহণ করলেও,বিশেষজ্ঞ প্যানেলিস্ট, ক্রিকেট ধারাভাষ্যকার-সহ বিভিন্ন ভূমিকা পালন করে ভালো অর্থ রোজগার করেন এখনও। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালেও মোটা টাকা রোজগার সৌরভের। ব্র্যান্ড জগতে, সৌরভ গাঙ্গুলি এখনও একজন সুপরিচিত ব্যক্তিত্ব। বছরের পর বছর ধরে, লাক্স কোজি, টাটা টেটলি, ফরচুন অয়েল এবং মাই ১১ সার্কেল-সহ বেশ কয়েকটি কোম্পানির মুখ তিনি। সেখান থেকেও মোটা টাকা ঢোকে ঘরে।
গাঙ্গুলি কলকাতায় বেশ কয়েকটি মূল্যবান সম্পত্তির মালিক, যার মধ্যে রয়েছে তাঁর বেহালার বাড়ি। এছাড়াও কলকাতায় বেশ কয়েকটি বিলাসবহুল আবাসন তাঁর নামে রয়েছে। এমনকী, লন্ডন শহরেও বাড়ি রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। স্বাস্থ্য সংস্থা, ক্রীড়া একাডেমি এবং প্রযুক্তি সংস্থা-সহ নানা ধরনের ব্যবসায়েও বিনিয়োগ করেছেন সৌরভ। ২০২৫-র হিসেব অনুসারে মহারাজের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ৭০০ কোটির কাছাকাছি।