
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হাসপাতালে ভর্তি সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার রাত ১২.৩০ নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় কিলবিল সোসাইটির পরিচালককে। জানা যাচ্ছে, আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন।
এরপর তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রাতেই কিছু পরীক্ষা করানো হয়েছে। শনিবার টেস্টের রিপোর্ট আসার কথা। তারপরই সেই বুঝে পরবর্তী চিকিৎসা শুরু হবে। আর রিপোর্ট স্বাভাবিক এলে, ছেড়ে দেওয়াও হতে পারে। হাসপাতাল সূত্রে খবর, এখন সৃজিতের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।
যে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক, সেখানেই ‘কিলবিল সোসাইটি’ ছবির শুটিং করেছিলেন তিনি। শনি ও রবিবার সৃজিত মুখোপাধ্য়ায়ের হল ভিজিট করার কথাও ছিল। যদিও আপতত শনিবারের হল ভিজিট বাতিল করা হয়েছে। রবিবারও অবস্থা বুঝে ব্যবস্থা। জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক। একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা ছিল। এরই মাঝে আচমকাই শরীর খারাপ।
আর পরিচালকের অসুস্থতার খবরে, দুশ্চিন্তার ভাঁজ প্রায় টলিউডের সকলেরই কপালে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী থেকে অনুরাগী সকলেই।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports