
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রেমের মরসুমে ছোটপর্দার একঝাঁক চেনা মুখ হাজির দিদির মঞ্চে। ভ্যালেন্টাইনস স্পেশ্যাল উইকে ছোটপর্দার জনপ্রিয় দম্পতিরা হাজির রচনার শো-তে। সেই প্রোমো সামনে আনল চ্যানেল। আরও পড়ুন-নীল-মেঘের বিয়ে দেখিয়ে এই মাসেই শেষ হচ্ছে ‘ইচ্ছে পুতুল’? জবাব দিলেন মৈনাক
‘গুড মর্নিং কেউ বলে না’, মহা বিড়াম্বনায় ফুলকির কাকিশাশুড়ি! হাসি থামল না রচনার
রচনার গেম শো-র সুবাদে জুটিতে একসঙ্গে ধরা দিলেন অভিনেতা ময়না বন্দ্যোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্য়ায়। বর্তমানে জি বাংলার মিলি ধারবাহিকে একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে। মিলি শাশুড়ির ভূমিকায় রয়েছেন ময়না, অন্যদিকে মামা শ্বশুরের চরিত্রে অর্ণব। বাস্তবের স্বামী-স্ত্রী, অর্জুনের মা আর মামা!
প্রোমোতে বরের নামে দিদির সামনে নালিশ ঠুকতে দেখা গিয়েছে ময়নাকে। অর্জুনের মা বললেন, ‘স্বপ্ন চুরমার করে রেখে দেয়’। দেখেতে দেখতে দাম্পত্য় জীবনের ১১ বছর পার করে ফেলেছেন ময়না-অর্ণব। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্ণব বলেছেন, ‘হ্যাঁ, লোকে বলে বিয়ের এক বছর পর স্বামী-স্ত্রী ভাই-বোন হয়ে যায়, জি বাংলা না হয় ১১ বছর পর আমাদের ভাই-বোন করে দিয়েছে’।
মিলি ধারাবাহিকে ভাই-বোনের চরিত্রে অফার আসার পর চমকে গিয়েছিলেন দুজনে? ময়না জানান, ‘অভিনয় আমাদের পেশা। কাজটাকে ভালোবেসে করতে হবে। সেটা স্বামী-স্ত্রী নাকি ভাই-বোন সেটা ম্যাটার করে না। প্রথমবার যখন অফারটা এসেছিল একবার ভেবেছিলাম, একই ট্র্যাকে কাজ করব। কিছু ভুল করলে আবার বকাবকি করবে…. শুরুতে চোখের দিকে তাকাতে পারতাম না। কারণ ছোটদা বলতে গেলে আমি হেসে ফেলব'। বেশ কয়েকবার নাকি বরকে ছোটদা বলতে গিয়ে হোঁচটও খেয়েছেন ময়না। তবে এখন সেই জড়তা অনেকটা কেটেছে।
অর্ণব যোগ করেন, ‘আমাদের ভাই ফোঁটার সিনটা খুব হিট হয়েছিল। পর্দায় ওর থেকে ফোঁটাও নিয়েছি। সেটা নিয়ে সোশ্য়ালেও প্রচুর লেখালিখি হয়েছে। আমার ছেলে ব্যাপারটা খুব এনজয় করে। ওর বন্ধুরাও ওকে বলে তোর বাবা-মা ভাই-বোনের রোল করে’।
শুধু ময়না-অর্ণব নয়, টেলিভিশনের অপর জুটি নয়না এবং সৌগতও হাজির হচ্ছেন দিদির মঞ্চে। দেখতে দেখতে দাম্পত্য জীবনের সাত বছর পার করে ফেলেছেন তাঁরাও। নয়নাকে আগামিতে দেখা যাবে সান বাংলার আসন্ন মেগা ‘মঙ্গলময়ী মা শীতলা’তে। শেষ বিয়ের ফুল ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে তাঁর স্বামী, অভিনেতা সৌগতকে দর্শক শেষ দেখেছে সাহিত্যের সেরা সময়তে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports