আপাতত ‘টনিক’র সাফল্য চুটিয়ে উপভোগ করছেন দেব। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রেকর্ড গড়ে নিয়েছে এই ছবি। দেব আর পরাণ বন্দ্যোপাধ্যায়ের কেমিস্ট্র ঝড় তুলেছে বক্স অফিসে। সিনেমা হলে গিয়ে সবাই যেভাবে ‘টনিক’ দেখেছেন, তা নিয়ে অভিভূত অভিনেতাও। সকলকে ধন্যবাদ জানাতে ভোলেননি। তবে বৃহস্পতিবার দেব এলেন নতুন আর্জি নিয়ে। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমরা কলকাতার রাস্তায় শ্যুটিং করছি এবং আগামী কয়েকদিনও করব। যারা আমাদের শ্যুটের ছবি তুলছেন তাঁদের কাছে একান্ত অনুরোধ ছবি তুলে এখনই তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। তাহলে আমাদের ছবি নিয়ে যে উদ্দেশ্য আছে তা ব্যর্থ হয়ে যাবে। আমাদের ছবি যখন মুক্তি পাবে তার আগে আপনারা ছবিগুলি শেয়ার করতে পারেন। সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ। – টিম কাছের মানুষ।’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে মহরত হয় ‘কাছের মানুষ’-এর। ছবি নিয়ে ইতিমধ্যেই বাংলা ছবির দর্শকদের আগ্রহ তুঙ্গে। তার কারণ এই ছবিতে একসঙ্গে কাজ করছেন বাংলা চলচ্চিত্র জগতের দুই মেগাস্টার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু’জনকে। তবে সেটা ছিল মাল্টিস্টার মুভি। এই ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা। তিনি এর আগে দেবের সাথে ‘গোলন্দাজ’ ছবিতে কাজ করেছেন। দেব এই ছবিতে অভিনয়ের পাশাপাশি সামলাচ্ছেন প্রযোজকের কুর্সিও। পুজোয় সিনেমাহলে আসবে দেব-প্রেসনজিৎ জুটি।