দীর্ঘদিন ধরে একসঙ্গে আছেন অভিনেতা দেব ও রুক্মিণী মৈত্র। তাঁদের প্রেমের খবর এখন আর কারও অজানা নয়। ভালোবেসে সুখে-দুঃখে একে-অপরের পাশে দাঁড়ালেও, বিয়ের প্রশ্ন উঠলেই যান এড়িয়ে। ৪১ পা রাখা অভিনেতা, তৃণমূল নেতা কবে বসবে বিয়ের পিঁড়িতে?
বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা ‘বিয়ে করা নিয়ে’ মুখ খুলেছেন। দেব এবং রুক্মিণীর বিয়ে নিয়ে জল্পনা বরাবরই ভক্তদের মধ্যে। আর সেই সাক্ষাৎকারে দেবকে গাঁটছড়া বাঁধার বিষয়ে প্রশ্ন করা হলে জবাব আসে, ‘কোনও একদিন অবশ্যই করব’।
এমনকী এই সাক্ষাৎকারে প্রেমিককে ভিডিয়ো বার্তা পাঠিয়েছিলেন রুক্মিণী মৈত্রও। যেখানে দেবের প্রশংসায় তাঁকে বলতে শোনা যায়, ‘আমি সত্যিই তোমাকে বাংলা এবং হিন্দি উভয় ভাষায় বাঘাযতীনের জন্য অভিনন্দন জানাতে চেয়েছিলাম। তোমার প্রথম হিন্দি রিলিজ এবং আমি নিশ্চিত যে এটি চমৎকার হবে। আমি বলতে চাই যে তুমি বাংলা সিনেমার জন্য সার্বিকভাবে যা করছ, তা সত্যিই প্রশংসনীয়।’
আরও পড়ুন: অগ্নিগর্ভ সন্দেশখালি, ওয়াইন গ্লাস হাতে যশের বাহুলগ্না নুসরত! তুলোধোনা বিজেপির
পুজোয় বাঘাযতীন মুক্তির আগেই হয়েছিল এই সাক্ষাৎকার অনুষ্ঠান। বান্ধবীর কাছ থেকে এমন প্রশংসা পেয়ে মুখ খোলেন। বলেন, ‘অনেক ধন্যবাদ রুক্মিণী। তুমি সবসময় আমার শক্তির স্তম্ভ। এত সুন্দরভাবে আমায় বোঝার জন্য ধন্যবাদ।’
তবে দেব-বান্ধবী কিন্তু ছাড়ার পাত্রী নন। এরপরই তাঁর মস্করা ভরা প্রশ্ন , ‘দেব আমার একটা অভিযোগ আর একইসঙ্গে প্রশ্ন আছে। যবে থেকে আমি অভিনেত্রী হয়েছি, তবে থেকে যকই সেটে গিয়েছি, তোমার বকা খেয়েছি। কই তুমি তো তোমার অন্য নায়িকাদের এত বকা দাও না। আমি জানতে চাই এমন দিন কি আদৌ কখনও আসবে, যখন তোমার সঙ্গে সেটে যাব কিন্তু তোমার বকা খাব না।’
আরও পড়ুন: কাঞ্চনের সঙ্গে বিয়ের জল্পনা! শ্রীময়ীর খেদ, ‘একমাত্র ভ্যালেন্টাইন প্রত্যাখান করল’
‘পাগলু’ অভিনেতার জবাব বুঝিয়ে দিল তিনি কতটা আগলে রাখেন ভালোবাসার মানুষটিকে। কীভাবে দেখতে চান রুক্মিণীকে আরও উজ্জ্বল হতে। অভিযোগের জবাবে তিনি বলেন, ‘কয়লা হিরে হয়ে ওঠে তখনই, যখন সেটিকে বেশি তাপমাত্রায় রাখা হয়। আর তোমার মধ্যে হিরে হওয়ারই সম্ভাবনা রয়েছে।’
আরও পড়ুন: ভালোবাসা দিবসে শুভমনের সঙ্গে ডেট নাইট? সচিন কন্যের পোস্ট ঘিরে হইচই