এবার ‘সুর চুরি’র অভিযোগে বিপাকে অস্কারজয়ী এ আর রহমান। কপিরাইট লঙ্ঘনের মামলায় জরিমানার মুখে পড়তে হল রহমানকে। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল মণিরত্নমের ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’। সেই ছবির ‘বীরা রাজা বীরা’ গানটি অন্য একটি গানের সুর থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ দায়ের হয়। এবার সেই মামলাতেই রহমান ও ছবির প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজের থেকে জরিমানা ধার্য করল দিল্লি হাইকোর্ট।
জানা যাচ্ছে ‘সুর চুরি’র অভিযোগে রহমান ও ছবির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ২ কোটি টাকা জরিমানা ধার্য করেছে আদালত।
আরও পড়ুন-ফারহার রাঁধুনিকেও জোর করে তাঁদের সঙ্গেই খেতে বসালেন, মালাইকার উদারতায় মুগ্ধ নেটপাড়া
ঠিক কী অভিযোগ?
অভিযোগ ছিল, ‘বীরা রাজা বীরা’ গানটি নাসির ফৈয়াজউদ্দিন দাগার ও তাঁর ভাই জাহিরুদ্দিন দাগার তৈরি শিবা স্তুতি থেকে চুরি করেছিন রহমান। এবিষয়ে ২০২৩ সালে জাহিরুদ্দিনের ছেলে উস্তাদ ফৈয়াজ ওয়াসিফউদ্দিন দাগার আদালতের দ্বারস্থ হন। অভিযোগ ছিল, তাঁর বাবা ও কাকার রচনা ‘শিবা স্তুতি’র সুর চুরি করেছেন রহমান। সেসময়ই অবিলম্বে সেই গান ব্যবহারে নিষেধাজ্ঞা জারি ও ক্ষতিপূরণের দাবি করেছিলেন তিনি। অবশেষে সেই মামলায় নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছেন, অভিযোগটি ভুল নয়। দু’টি গান আসলে একই। শুধু গানের কথায় সামান্য বদল করা হয়েছে।