বলিউডে দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর বোন আনিশার মজাদার, খুনসুটিপূর্ণ সম্পর্কের কথা কে না জানেন! বহু সাক্ষাৎকারে দিপ্পি বোন আনিশার সঙ্গে তাঁর সুন্দর সম্পর্কের কথা ফাঁস করেছেন। আর এই মুহূর্তে হবু মা দীপিকা তাঁর কাজের বাইরে বাকি সময়টা পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন। আর পরিবারের যে সদস্যদের সঙ্গে দীপিকা সময় কাটাচ্ছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন বোন আনিশা পাড়ুকোন।
সম্প্রতি নিজের ইনস্টাস্টোরিতে বোন আনিশার কাণ্ডকারখানা ফাঁস করেছেন দিপ্পি। যেখানে একটা পাখিকে দেখা যায়, যে কিনা তার বড় দিদিকে বিরক্ত করার জন্য আনন্দের সঙ্গে লাফ দেয়। ভিডিয়োতে পাখিটি যেন বলছিল ‘আমি আমার বোনকে বিরক্ত করার পথে’। উপরে ক্যাপশানে দীপিকা ফের লিখেছেন, ‘আসলে আনিশা পাড়ুকোন রোজই এটা চলে।’ সঙ্গে হাসির ইমোজি।
আরও পড়ুন-শাহরুখ, সলমন, আমির, এরাঁ কেউই ভালো ডান্সার নন, ৩ খানকে নিয়ে বড় কথা ফাঁস করলেন আহমেদ খান