Pushpa 2 box office collection day 20: সুকুমার পরিচালিত এবং আল্লু অর্জুন, রশ্মিকা মন্দনা এবং ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে দারুণভাবে দখল বজায় রেখেছে। এদিকে ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার ঘটে যাওয়া ট্র্যাজেডির ঘটনায় রীতিমতো চাপে আছেন আল্লু। এমনকী, মঙ্গলবার তাঁকে থানায় ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। তবে এই ঘটনার ছাপ পড়েনি ব্যবসাতে। Sacnilk.com সর্বশেষ প্রতিবেদন অনুসারে, পুষ্পা ২ ভারতের বক্স অফিসে ১১০০ কোটির ঘরে পা রাখতে চলেছে।
পুষ্পা ২ বক্স অফিস আপডেট
রিপোর্টে আরও বলা হয়েছে, মুক্তির ২০ দিন পর ভারতীয় বক্স অফিসে এখনও পর্যন্ত ১০৮৯.৫১ কোটি টাকা আয় করেছে পুষ্পা ২। গত ৫ ডিসেম্বর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। তৃতীয় মঙ্গলবার ছবিটির একদিনের সংগ্রহ প্রাথমিক অনুমান অনুসারে ১৪.২৫ কোটি টাকা।
পুষ্পা ২ প্রথম সপ্তাহের শেষে বক্স অফিসে ৭২৫.৮ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় সপ্তাহে এর সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২৬৪.৮ কোটি টাকায়। ছবিটি বিশ্বব্যাপীও দারুণ পারফর্ম করে। টিম পুষ্পার দাবি যে, এটি বিশ্বব্যাপী ১৫০০ কোটি টাকার অঙ্ক ছাড়িয়েছে।
পদপিষ্ঠ হয়ে মহিলা-ভক্তের মৃত্যু
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ারের দিন পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা। এবং হাসপাতালে ভর্তি করতে হয় তাঁর ৯ বছরের ছোট্ট শিশুকে। এই ঘটনায় ইতিমধ্যেই বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, আল্লুকে এবার নির্যাতিতার পরিবারের সমস্ত দায়িত্ব নিতে হবে। বর্তমানে অভিনেতার বাসভবন সাদা চাদর এবং সামনে থেকে দীর্ঘ সাদা পর্দায় ঢেকে দেওয়া হয়েছে। পুষ্পা ২-এর প্রযোজক নবীন ইয়ার্নেনি এবং রবি শঙ্কর হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে তেলেঙ্গানার সড়ক ও বিল্ডিং এবং সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাটিরেড্ডি ভেঙ্কট রেড্ডির উপস্থিতিতে নির্যাতিতার পরিবারকে ৫০ লক্ষ টাকার চেক দান করেছিলেন।
এই মামলায় জারি করা সমনের অংশ হিসেবে এই দক্ষিণী অভিনেতা মঙ্গলবার হায়দরাবাদ পুলিশের সামনে হাজির হয়েছিলেন। অভিনেতাকে মঙ্গলবার চিক্কাদপল্লি থানায় তলব করা হয়েছিল এবং তদন্তে 'সহযোগিতা' করতে বলা হয়েছে।