
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দাদাগিরি ১০ -এ সম্প্রতি খেলতে এসেছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন সিধু, অন্তরা মিত্র, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ। সেখানে এসেই শোভন জানান তাঁর সুইডেনে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতার কথা। বলেন সেখানে গিয়ে তিনি এক মস্ত বিপদে পড়েছিলেন।
এদিন দাদাগিরি ১০ এ শোভন গঙ্গোপাধ্যায় খেলতে এসেছিলেন। সেখানেই সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে জিজ্ঞেস করেন শোভনের দেখা সেরা দেশটি কোনটা? এই প্রশ্ন শুনেই গায়ক জানান, 'গোটা বিশ্ব ঘোরার পর মনে হচ্ছে সেরা জায়গা পশ্চিমবঙ্গ।'
আরও পড়ুন: ৬০ দিনেই কিসসা খতম! অ্যাকশনে ঠাসা ওয়ার ২ - এর শ্যুটিং কবে থেকে শুরু করছেন হৃতিক - জুনিয়র এনটিআর?
এটা শুনেই অবাক হয়ে যান সৌরভ, বলেন 'পশ্চিমবঙ্গ?' উত্তরে শোভন জানান, 'হ্যাঁ, আমি ভীষণ ভালোবাসি খেতে। এই সম্প্রতি আমি স্ক্যান্ডেনিভিয়া ঘুরতে গিয়েছিলাম। মানে সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ড। সেখানে ঘুরতে গিয়ে যে মূল সমস্যায় পড়েছি সেটা হল ওখানে সবাই ঠান্ডা খাবার খায়। কোল্ড মিট খায়। সে প্রসেসড খাবার হোক বা অন্য কিছু, সবই ভীষণ ঠান্ডা খায়। ওখানে গিয়ে ভাত ডাল না পেয়ে সেটার গুরুত্ব বুঝলাম। তাই আমার কাছে পশ্চিমবঙ্গ সেরা।'
প্রসঙ্গত কিছুদিন আগে শোভন সুইডেন বেড়াতে গিয়েছিলেন। তিনি যেই সময় সুইডেন, ফিনল্যান্ড এবং নরওয়ে ঘুরছিলেন সেই একই সময় সোহিনী সরকারও ওই একই দেশ ঘুরেছেন। ফলে অনেকেরই অনুমান তাঁরা একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। যদিও তাঁরা একসঙ্গে কখনই ছবি পোস্ট করেননি।
আরও পড়ুন: বলিউডের নেপোটিজম বিতর্কে মুখ খুললেন সেলিম পুত্র আরবাজ - সোহেল, বললেন, 'সলমনের মতো সফল না, কিন্তু তাও আমরা...'
এছাড়া টলিউডের অন্দরের খবর অনুযায়ী সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায় প্রেম করছেন। কিন্তু তাঁরা এখনও এই বিষয়ে খোলাখুলি কোনও কথা বলেননি। তবে শোভনের প্রাক্তন ইমন চক্রবর্তী সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে এই রটনা সত্যি।
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports