বাংলা নিউজ > বায়োস্কোপ > Dadagiri 10-Sourav: দেবচন্দ্রিমার প্রশ্নে বোল্ড আউট সৌরভ, চটে গিয়ে বললেন, 'আজকালকার ছেলেমেয়েদের হয়েছে কী...'
পরবর্তী খবর
Dadagiri 10-Sourav: দেবচন্দ্রিমার প্রশ্নে বোল্ড আউট সৌরভ, চটে গিয়ে বললেন, 'আজকালকার ছেলেমেয়েদের হয়েছে কী...'
1 মিনিটে পড়ুন Updated: 09 Nov 2023, 04:33 PM ISTSubhasmita Kanji
Dadagiri 10-Sourav: দাদাগিরি ১০ -এ এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খেলতে আসছেন একাধিক তারকা। এই অভিনেত্রীর মধ্যে থাকছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। তিনি কী কী বললেন সৌরভকে?
দেবচন্দ্রিমার প্রশ্নে বোল্ড আউট সৌরভ
দাদাগিরিতে যে কেবল সাধারণ মানুষ তাঁদের দাদাগিরির কথা বলতে আসেন এমনটা একেবারেই নয়। যাঁদের সকলে রুপোলি পর্দার ওপারে দেখেন তাঁরাও এখানে এসে তাঁদের দাদাগিরির কথা তুলে ধরেন। আগামী শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দাদাগিরি করতে আসছেন একাধিক অভিনেত্রী। এঁদের মধ্যে রয়েছেন ছোট পর্দা এবং ওয়েব সিরিজের ভীষণ চেনা মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। এদিনের এই পর্বে এসে তিনি যেমন তাঁর দাদাগিরির কথা জানাবেন তেমনই সৌরভকেও জিজ্ঞেস করবেন তাঁর করা নানা দাদাগিরির কথা।
দাদাগিরিতে দেবচন্দ্রিমা সিংহ রায়
এদিন ইধিকা পাল, সন্দীপ্তা সেন, প্রমুখের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খেলতে আসছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। তিনি এসেই দাদাকে বলেন, 'আমি ভীষণ ঘুরে বেড়াতে ভালোবাসি। একা একাই ঘুরে বেড়াই।' এরপর স্ক্রিনে ফুটে ওঠে তাঁর বেড়ানোর ছবি সহ তাঁর করা দুঃসাহসিক কিছু কাজের মুহূর্ত। তারপর তিনি সৌরভকে জিজ্ঞেস করেন, 'আপনি কখনও বাঞ্জি জাম্পিং, স্কাইডাইভিং, এসব করেছেন?' উত্তরে দাদা তাঁকে বলেন, 'আমি শান্ত, সুস্থ মানুষ। এসব করিনি।' তারপরই তাঁকে মশকরা করে আরও বলতে শোনা যায় যে, 'আজকালকার ছেলে মেয়েগুলোর হয়েছে কী? সবাই খালি লাফাচ্ছে আর ঝাঁপাচ্ছে!' দাদার কথায় সবাই হো হো করে হেসে ওঠেন।