বাংলা নিউজ > বায়োস্কোপ > Dadagiri 10 Grand Finale: চুলের রং গেরুয়া! প্রবালের কীর্তিতে থ দাদা, ‘ভিক্টোরিয়ায় কার হাত ধরে যান?’ প্রশ্ন সৌরভকে
'লাগছে জব্বর!' দাদাগিরির গ্র্যান্ড ফিনালেতে প্রবার চন্দ বড়ালকে দেখে প্রথম প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দাদাগিরি সিজন ১০-এর অন্যতম চর্চিত প্রতিযোগী এই শিল্পী। ‘সুন্দরী মহিলা বিষ দিলেও খেতে পারি’, এই কথা বলে ভাইরাল হয়েছিলেন প্রবাল চন্দ বড়াল। এদিন চুলে গেরুয়া রং করে হাজির এই প্রতিযোগী। সঙ্গে গেরুয়া জামা আর গলায় আকন্দের মালা। নিজেকে শিব ঠাকুরের সঙ্গে তুলনা করে বসেন তিনি। আরও পড়ুন-কম TRP-র জন্যই তাড়াতাড়ি ঝাঁপ বন্ধ দাদাগিরির? সৌরভের দরাজ প্রশংসা পরিচালকের