
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কঙ্গনা রানাওয়াত মান্ডি থেকে নির্বাচিত হওয়ার পর যখন ফিরছিলেন যখন চন্ডিগড় বিমানবন্দরে তাঁকে যে CISF জওয়ান চড় মেরেছিলেন সেই কুলবিন্দর কৌরকে সাসপেন্ড করে দেওয়া হয়। পরে জানা যায় তাঁকে নাকি চন্ডিগড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানানো হয় তাঁকে বেঙ্গালুরুতে বদলি করে দেওয়া হয়েছে, সেখানেই তিনি এখন কাজ করছেন।
আরও পড়ুন: সত্যি সত্যিই প্রভাসের সঙ্গে প্রেম করছেন দিশা! অভিনেত্রীর হাতের PD ট্যাটু ফের উসকাল সম্পর্কের গুঞ্জন
এবার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে বা CISF এর তরফে বুধবার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে কনস্টেবলের বিরুদ্ধে কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগে উঠেছিল সেই কুলবিন্দর সিংকে এখনও সাসপেন্ড করেই রাখা আছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে একটি ডিপার্টমেন্টাল জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানানো হয়েছে। এই খবর ANI এর তরফেও নিশ্চিত করা হয়েছে।
৬ জুন কঙ্গনা রানাওয়াত যখন চন্ডিগড় বিমানবন্দর থেকে ফিরছিলেন তখন সেখানেই কর্মরত ছিলেন কুলবিন্দর। পঞ্জাবের মহিলাদের নিয়ে কঙ্গনা যে মন্তব্য করেছিলেন কৃষক বিল নিয়ে বিরোধিতা চলাকালীন তাতে ক্ষুব্ধ হয়েছিলেন এই কনস্টেবল। সুযোগ পেতে সেই ঘটনার প্রতিবাদ হিসেবে এদিন কঙ্গনাকে চড় মারেন তিনি। ঝড়ের গতিতে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই বিষয় নিয়ে কুলবিন্দর এবং তাঁর মা দুজনেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এমনকি অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা নিজেও একটি ভিডিয়ো পোস্ট করে গোটা ঘটনার কথা জানিয়েছিলেন।
কঙ্গনাকে চড় কষানোর ঘটনায় গোটা বলিউড নিরব থাকলেও মুখ খুলেছেন সঙ্গীক পরিচালক বিশাল দাদলানি। তিনিও CISF-এৎ অভিযুক্ত জওয়ান কুলবিন্দরের সমর্থনে লেখেন, ‘আমি কখনওই হিংসা সমর্থন করি না। তবে আমি এই CISF কর্মীর রাগের কারণ বুঝতে পারি। সিআইএসএফ যদি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়, তবে আমি ওঁর চাকরি নিশ্চিত করব, যদি তিনি সেই চাকরি গ্রহণ করতে চান। জয় হিন্দ। জয় জওয়ান। জয় কিষাণ।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports