বিয়ন্সের মায়ের বাড়ি কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ছিল, তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না, তাই দুষ্কৃতীদের দ্বারা কেউ হতাহত হননি। তবে নিরাপত্তা বলয় ভেদ করে দুষ্কৃতীরা কীভাবে ভিতরে ঢুকল তা নিয়ে সংশয়ে মার্কিন পুলিশ।
বিয়ন্সে ও তাঁর মা টিনা নোলস
লস অ্যাঞ্জেলেস ভয়ানক কাণ্ড! পপ আইকন বিয়ন্সের মায়ের বাড়িতে হানা দিয়েছিল চোরেরা। জানা যাচ্ছএ বিয়ন্সের মা টিনা নোলসের বাড়ি থেকে চুরি গিয়েছে ১ মিলিয়ন ডলারের বেশি নগদ ও গয়না। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ৮ কোটির টাকারও বেশি। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে গত ৫ জুলাই, ওইদিন বিয়ন্সের ৬৯ বছরের বৃদ্ধ মা বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই বাড়িতে ঢুকেছিল চোরেরা।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, বিয়ন্সের মায়ের বাড়ি কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ছিল, তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না, তাই দুষ্কৃতীদের দ্বারা কেউ হতাহত হননি। তবে নিরাপত্তা বলয় ভেদ করে দুষ্কৃতীরা কীভাবে ভিতরে ঢুকল তা নিয়ে সংশয়ে মার্কিন পুলিশ।