Box Office-Tollywood: পুজোয় লক্ষ্মীলাভ, দশম অবতারে কুপোকাত বাঘা যতীন-রক্তবীজ-মিতিন মাসি! ৬ দিনে কার আয় কত?
1 মিনিটে পড়ুন Updated: 26 Oct 2023, 09:53 AM IST-
পুজোয় মুক্তি পাওয়া চারটে সিনেমার মধ্যে তিনটিই থ্রিলার ঘরনার। তবে দেবের ছবির স্বাদ একেবারে আলাদা। ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালির বীরগাঁথা নিয়ে সিনেমা বানিয়েছেন অরুণ রায়। দেবের ছবি কিন্তু মাল্টিপ্লেক্সের সঙ্গে জেলায় থাকা সিঙ্গেল স্ক্রিনেও ভালো ব্যবসা করেছে। অভিনেতা হিসেবে নিজেকে আবারও প্রমাণ করেছেন। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেগড়ে নিয়েছেন দেব। প্রযোজনা সংস্থা জানিয়েছে, ৫ দিনে বাঘা যতীনের আয় ৩ কোটি। আরও পড়ুন: রাজকীয় বললেও কম হয়! ৫ বছর পর সামনে এল দীপিকা-রণবীরের বিয়ের ভিডিয়ো