করোনা পরবর্তী সময়ে বক্স অফিসের ধারা বদলেছে। দেখা গিয়েছে অনেক তারকাখচিত ছবিই প্রত্যাশাপূরণ করতে পারেনি। আবার কম বাজেটের ছবি ধরাবাধা চিন্তাভাবনা ভেঙে দিয়েছে। আপাতত বক্স অফিসে মুখোমুখি বলিউডের দুটি ছবি। একটি হল রমকম ‘তু ঝুটি ম্যায় মক্কার’ আর অপরটি এক মায়ের একা লড়াই, ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’।
পাঠানের পর চলতি বছরের সবচেয়ে সফল ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। হবে নাই বা কেন, রককম ঘরনার ছবিতে অনেকদিন বাদে ফিরেছেন রণবীর কাপুর। লাভার বয় ইমেজে কাপুর-নন্দনকে দেখতে বরাবরই পছন্দ করে দর্শক। প্রথমবার রণবীর স্ক্রিন শেয়ার করেন শ্রদ্ধা কাপুরের সঙ্গে। সঙ্গে আবার লাভ রঞ্জনের পরিচালনা। আশা ছিলই সাফল্যের। কিন্তু সবটা পূরণ আর হল কই! শুক্রবার ২ কোটির ব্যবসা করেছে রণবীরের সিনেমা। ছবির মোট সংগ্রহ ১২১.২৯ কোটি। আরও পড়ুন: আমিরের বড় ছেলে জুনায়েদের সঙ্গে শ্রীদেবীর ছোট মেয়ে খুশির কী চলছে, ছবি না প্রেম?
অন্য দিকে, রানি মুখোপাধ্যায় এগোচ্ছেন কচ্ছপের গতিতে। মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাস্তবের মিসেস মিসেস চ্যাটার্জী সাগরিকার গল্প কাঁদিয়েছে সব বয়সী দর্শককে। নরওয়ে দেশের সঙ্গে তাঁর লড়াইয়ের গল্প সুপার ডুপার হিট। দ্বিতীয় শুক্রবারেও এই ছবি প্রায় ৪২ লাখ টাকার ব্যবসা করেছে। আর সব মিলিয়ে সিনেমার মোট ব্যবসার পরিমাণ বর্তমানে ১১.৩১ কোটি। আরও পড়ুন: ৬০ বছরেও টানা কাজ, জুবিলি থেকে শেষ পাতা, প্রসেনজিতের হাতে চলতি বছরে কোন কোন ছবি?