১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে শাহরুখ খান অভিনীত যে সমস্ত সিনেমার গান জনপ্রিয়তা পেয়েছিল, তার প্রায় বেশিরভাগ ছিল অভিজিৎ ভট্টাচার্যের গাওয়া। অভিজিৎ এবং শাহরুখ, এই জুটির অনবদ্য গানগুলির মধ্যে অন্যতম হলো বাদশা সিনেমার ও লারকি, যে গানটি নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে বিতর্ক।
সম্প্রতি এ এন আই-এর সঙ্গে কথোপকথনে অভিজিৎ বলেন, ‘শাহরুখের সঙ্গে কাজ বন্ধ করে দেওয়ার অন্যতম কারণ হলো আমি বুঝতে পেরেছিলাম আমাকে যথাযথ কৃতিত্ব।দেওয়া হচ্ছে না। সবকিছু সহ্য করা যায় কিন্তু আত্মসম্মানে আঘাত সহ্য করা যায় না। সেটে একজন চা বিক্রেতা যা সম্মান পায়, সেই সম্মানটুকুও দেওয়া হচ্ছিল না আমায়।’
আরও পড়ুন: জি বাংলার জনপ্রিয় নায়িকা এই খুদে! প্রেম নিয়েও জোর চর্চায়, চিনতে পারছেন বাচ্চাটিকে?
শাহরুখের সঙ্গে বিবাদ মিটিয়ে নেওয়ার প্রসঙ্গে অভিজিৎ বলেন, ‘উনি তো এখন একজন বড় তারকা, সাধারণ মানুষ নন। আমি ওঁর থেকে কোনও কিছু আশা করি না। আমি খুব সাধারন একজন ব্যক্তি, নিজের মতোই কাজ করি। আমাদের বয়স প্রায় সমান, তাই ক্ষমা চাওয়ার প্রসঙ্গই আসে না। আমাদের দুজনের মধ্যেই ইগো রয়েছে, ওঁর কোনও সাপোর্টের প্রয়োজন নেই আমার।’
ডুয়া লিপা প্রসঙ্গে বিতর্ক তৈরি হওয়ায় অভিজিৎ বলেছিলেন, ‘ডুয়া একজন অসাধারণ সংগীত শিল্পী। তবে একজন সঙ্গীত শিল্পী হওয়ার সুবাদে ওঁর জানা উচিত কোনও গান গাইলে সুরকার বা গায়ককে কৃতিত্ব দেওয়া উচিত। বাদশা সিনেমার যে গানটি উনি গাইলেন, সেটি গাওয়ার সময় আমার বা অনুজির নাম করা উচিত ছিল। এই ইন্ডাস্ট্রিতে একজন নায়কের যা সম্মান আছে সেই সম্মান একজন গায়কের নেই। তবে গানটি আগেও যেমন জনপ্রিয় ছিল, এখন আরও বেশি জনপ্রিয়তা অর্জন করল।’
আরও পড়ুন: দেবকে ইনস্টায় আনফলো রুক্মিণীর! ব্রেকআপের চিন্তায় মাথায় হাত ভক্তদের, কী বললেন নায়িকা?
অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে সহমত পোষণ করে অনু মালিক বলেছিলেন, ‘গানটি চিরকালই জনপ্রিয় ছিল। তবে প্রত্যেক গান গাওয়ার আগে সেই গানটির গায়ক বা সুরকারকে কৃতিত্ব দেওয়া প্রয়োজন। তবে আমরা কেউই বিতর্ক চাই না। একজন আন্তর্জাতিক গায়িকার হাত ধরে এই গানটি আরও একবার জনপ্রিয়তা অর্জন করল, তাতেই আমি ভীষণ খুশি।’