জীবনের আরও একটা বসন্ত কাটিয়ে ফেললেন ববি দেওল। ২৭ জানুয়ারি, সোমবার ৫৬ বছরে পা দিলেন পর্দার 'আব্রার হক' ববি। আর তাঁর জন্মদিনে সেলিব্রেশন হবে না, তাও কি হয়! জন্মদিনে নিজের বাড়ির সামনেই অনুরাগীদের সঙ্গে মিলে কেক কাটলেন ববি দেওল। তাঁর জন্মদিনে ৫ স্তর বিশিষ্ট বিশাল কেকের সঙ্গে নজর কাড়ে বিশালাকৃতি লাড্ডু কেক।
এদিন পাপারাৎজির ক্যামেরায় উঠে এসেছে ববি দেওলের কেক কাটার ভিডিয়ো। যার মধ্যে একটি ছিল ৫স্তর যুক্ত কেক, যার সঙ্গে লেখা ছিল ‘Happy Birthday Lord Boby’। আর ছিল মতিচূর লাড্ডু দিয়ে তৈরি বিশাল একখানা কেক। তার উপরে সাজানো ছিল নানান রকমের ড্রাই ফ্রুটস। আর কেকের উপরে লেখা ছিল 'জপনাম'। যেটি কিনা আশ্রম টেলিভিশন সিরিজে ববির নাম। অনুরাগীদের আনা আরও একটা লাড্ডু কেক থেকে লাড্ডু তুলে খাওয়ার ভঙ্গীতে পোজ দিলেও শেষপর্যন্ত যথাস্থানেই সেটিকে রেখে দেন ববিকে। বোঝাই যাচ্ছে, কড়া ডায়েটে থাকা ববির পক্ষে এই লড্ডু কেক খাওয়া অসম্ভব! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ববির কেক কাটার মুহূর্ত…।
আরও পড়ুন-সইফের হামলায় নারী যোগ! এরাজ্যের নদিয়া থেকে গ্রেফতার ১ মহিলা
আরও পড়ুন-গেরুয়া বসন, বান্ধবী ডাকোটাকে নিয়ে কুম্ভমেলায় কোল্ডপ্লে-র গায়ক ক্রিস মার্টিন
ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ববির কেক কাটার ভিডিয়ো। অনেকেই সেখানে তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন অভিনয় দুনিয়া থেকে দূরে থাকার পর ‘আশ্রম’ সিরিজের হাত ধরেই ফের অভিনয় দুনিয়ায় কামব্যাক করেন ববি দেওল। এই সিরিজের প্রতিটি সিজনও বেশ হিট। এরপর সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছিল ব্লক বাস্টার। যে ছবিতে আব্রার হক-এর চরিত্রে দেখা গিয়েছে ববিকে। সম্প্রতি ছবি মুক্তির ১ বছর উপলক্ষ্যেই ববি বলেন, ‘#animal এক বছর পূর্তি উদযাপন! আবরারের যাত্রা আমাকে আপনাদের সবার কাছাকাছি পৌঁছে দিয়েছে। যা আমি যা কল্পনাও করতে পারিনি তার চেয়ে বেশি পেয়েছি- ভালোবাসা, আশীর্বাদ এবং সুযোগ। আমার জন্য এটি এত বিশেষ করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ।’
এদিকে ববিকে সম্প্রতি 'কাঙ্গুয়া' এবং 'ডাকু মহারাজ'- এর মতো ছবিতেও দেখা গিয়েছে