বিগ বসের ঘরে টেলি দম্পতি নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মার সঙ্গে মজা করতে দেখা গেল সলমনকে। সল্লু তাঁদের বলেন, তোমরা বিবাহিত, এখানে ক্যামেরায় কিছু করার অনুমতি নেই। নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে।'এদিকে এবার বিগ বসে প্রতিযোগী হয়ে হাজির প্রিয়াঙ্কা ও পরিণীতি চোপড়ার তুতো বোন মান্নারা চোপড়া।
বিগ বস-১৭, সলমন খান
আজ ১৫ অক্টোবর, শুরু হয়েছে বহু চর্চিত ও বিতর্কিত রিয়ালিটি শো Bigg Boss-17। বিগ বসের ঘরে সমস্ত প্রতিযোগীকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন সঞ্চালক সলমন। এবারের বিগ বসের বাড়িতে স্বামী ভিকি জৈনের সঙ্গে হাজির অঙ্কিতা লোখান্ডে, রয়েছেন টেলি দম্পতি নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মা, প্রাক্তন সাংবাদিক জিগনা ভোরা, কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকি সহ আরও কিছু জনপ্রিয় নাম। আইনজীবী সানা, যিনি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলা পরিচালনা করছিলেন তাঁরও থাকার কথা এই বিগ বসে। বোঝাই যাচ্ছে জমে উঠতে চলেছে Bigg Boss-17।
শুরুর দিনে কী কী হল বিগ বসের ঘরে?
এদিন বিগ বসের ঘরে টেলি দম্পতি নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মার সঙ্গে মজা করতে দেখা গেল সলমনকে। সল্লু তাঁদের বলেন, তোমরা বিবাহিত, এখানে ক্যামেরায় কিছু করার অনুমতি নেই। নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে।' এবার বিগ বসে প্রতিযোগী হয়ে হাজির প্রিয়াঙ্কা ও পরিণীতি চোপড়ার তুতো বোন মান্নারা চোপড়া। তিনিই এই Bigg Boss-17র প্রথম প্রতিযোগী। সলমন তাঁকে বিগ বসের বাড়িতে স্বাগত জানিয়ে বলেন, 'এই ইন্ডাস্ট্রিতে অনেক চোপড়া আছেন। আর এখানে এখন রয়েছেন মান্নারা। আমি আপনাদের সবাইকে বলতে চাই যে তিনি কঠোর পরিশ্রম করে এখানে আসেননি, তিনি এখানে এসেছেন নিজের প্রতিভার কারণে। মান্নারা দক্ষিণ ছবির দুনিয়ায় একজন তারকা। বিগ বসের নির্দেশ মেনে, মান্নারা, মুনাওয়ারকে একটি রুম নির্বাচন করতে বলেন। এতে মুনাওয়ার ইতস্তত করছিলেন এবং তিনি কিছুটা সময় চেয়ে নেন।
এবার বিগ বসে প্রতিযোগী বিতর্কিত স্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। যিনি কিনা তাঁর বিতর্কিত মশকরার কারণে জেলবন্দিও হয়েছিলেন। সলমন তাঁকে একহাত নিয়ে বলেন, ‘তুমি কি হিরাসাত (বন্দী) পছন্দ করো?’ মুনাওয়ার পাল্টা বলেন, এমন কে আছে, যার এটা ভালো লাগে!। সলমন বলেন, এতদিন ‘স্যান্ড আপ’ করতেন। সপ্তাহন্তে যখন আমি আসব, তখন ‘শাট আপ’ করবেন।’