বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh-Salman Khan: ৯ বছরের দূরত্বে ইতি! সলমনের বাড়িতে অরিজিৎ সিং, ভাইজানের রাগ কমল?
পরবর্তী খবর
Arijit Singh-Salman Khan: ৯ বছরের দূরত্বে ইতি! সলমনের বাড়িতে অরিজিৎ সিং, ভাইজানের রাগ কমল?
2 মিনিটে পড়ুন Updated: 05 Oct 2023, 10:59 AM ISTRanita Goswami
ইতিমধ্যেই বুধবার রাতে অরিজিৎ সিং-এর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটি একটি ফ্যানক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট হয়েছে, ক্যাপশানে লেখা, অরিজিৎ সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে, কী ঘটতে চলেছে? শেষপর্যন্ত সলমনের সঙ্গে দেখা যাবে বাংলার অরিজিৎ সিংকে।
অরিজিৎ সিং-সলমন খান
দীর্ঘ ৯ বছরের দূরত্বে ইতি? বুধবার রাতে মুম্বইয়ে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছলেন অরিজিৎ সিং। আর এই খবর ছড়িয়ে পড়তেই সলমন ও অরিজিৎ সিং উভয় অনুরাগীদের মধ্যেই উৎসাহের অন্ত নেই। সকলেরই প্রশ্ন তবে কি সলমন শেষপর্যন্ত অরিজিৎকে ক্ষমা করে দিয়েছেন?
ইতিমধ্যেই বুধবার রাতে অরিজিৎ সিং-এর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটি একটি ফ্যানক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট হয়েছে, ক্যাপশানে লেখা হয়েছে অরিজিৎ সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে, কী ঘটতে চলেছে? তবে কি শেষপর্যন্ত সলমনের সঙ্গে দেখা যাবে বাংলার অরিজিৎ সিংকে। অনুরাগীদের প্রশ্ন, তবে কি আসন্ন টাইগার থ্রি, বিষ্ণুবর্ধন বা করণ জোহরের সঙ্গে যে ছবিটি সলমন খান করতে চলেছেন, তাতে গান গাইবেন অরিজিৎ সিং? সেই কারণেই কি অরিজিতের সঙ্গে বৈঠক করলেন সলমন। তবে ঘটনা যাই হোক, সলমন-অরিজিতকে একসঙ্গে দেখে উৎসাহের অন্ত নেই দুই তারকার অনুরাগীদের।