
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রকাশ্যে এসেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’-এর টিজার। সিনেমার শ্যুটিং শুরু হওয়া থেকে এখন পর্যন্ত বিভিন্ন কারণে আলোচনায় এসেছে এই ছবি। ১ মিনিট ২১ সেকেন্ডের একটি টিজারে শাকিব খানকে একেবারে অন্য রকম লুক, অ্যাকশন, অভিনয় করতে দেখা যাবে। সিনেমার টিজারে রীতিমতো ঝড় তুলেছেন শাকিব। সেই সঙ্গে চঞ্চল চৌধুরীর উপস্থিতি ‘তুফান’-এর টিজারে আলাদা মাত্রা যোগ করেছে।
মঙ্গলবার বিকেলে আলফা আই, চরকি ও এসভিএফের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় টিজার। ১ মিনিট ২১ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। তাকে বলতে শোনা যায়, ‘পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এক্তিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে...’ এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে।
আরও পড়ুন: মেট গালায় শাড়িতে অনবদ্য লুকে আলিয়া, ছবি দেখে প্রশংসায় ভরালেন জাহ্নবী, ম্রুণালরা
আরও পড়ুন: দীপিকার সঙ্গে অশান্তি? কেন ইনস্টাগ্রাম থেকে বিয়ের সমস্ত ছবি মুছে ফেললেন রণবীর সিং
টিজারে বাড়তি পাওনা চঞ্চল চৌধুরী। অট্টহাসি যোগে তাঁর মুখে শোনা গিয়েছে বিখ্যাত সংলাপ, ‘তুফান, খুব ভয় পাইছি রে হে হে হে হে...’ এরপরই আরও একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব। টিজার দেখে অনেকেই বলেছেন, যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার ‘তুফান’। টিজারে ছবির নায়ক ও ভিলেনকে দেখা গেলেও দেখা মিলল না দুই নায়িকার।
আরও পড়ুন: ‘জেগে উঠুন..', ভোটদানের আর্জি জানিয়ে পোস্ট করলেন রণবীর, করণ, সিদ্ধার্থরা
আরও পড়ুন: ‘বেবিমুন’ কাটাচ্ছেন দীপবীর? অন্তঃসত্ত্বা দীপিকার বেবি বাম্পের ছবি তুমুল ভাইরাল
জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে এসভিএফ। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মিমি চক্রবর্তী, নাবিলা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ইদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports