Sharmeen Akhee: আঁখির স্বামী রাহাত কবির বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আজ সকালে কিছুটা ভালো বোধ করায় আঁখিকে এইচডিইউতে নিয়ে আসা হয়। আরেকটু ভালো হলেই কেবিনে নিয়ে আসা হবে'। কথা বলছেন অভিনেত্রী, শারমিন জানিয়েছেন এখন ভালো বোধ করছেন তিনি।
১০ দিন পর কথা বলতে পারলেন অভিনেত্রী শারমিন আঁখি
শারীরিক অবস্থার খানিক উন্নতি হয়েছে বাংলাদেশি অভিনেত্রী শারমিন আঁখির। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে অভিনেত্রীকে। প্রায় ১০ দিন ধরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। কথা বলছেন অভিনেত্রী, শারমিন জানিয়েছেন এখন ভালো বোধ করছেন তিনি।
আঁখির স্বামী রাহাত কবির বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আজ সকালে কিছুটা ভালো বোধ করায় আঁখিকে এইচডিইউতে নিয়ে আসা হয়। আরেকটু ভালো হলেই কেবিনে নিয়ে আসা হবে। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। কথাও বলতে পারছে। আগে আইসিইউতে কিছুটা কথা বলেছিল কিন্তু সেটা সামান্য। তেমন বোঝাও যেত না। আজ সে নিজেই জানিয়েছে, এখন ভালো বোধ করছে। একদমই অল্প ও আস্তে কথা বলছে।’ অবশেষে প্রায় ১০ দিন পর আশার আলো দেখছেন চিকিৎসকেরা।
গত ২৮ জানুয়ারি শ্যুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন শারমিন আঁখি। ঢাকার মিরপুরে একটি নাটকের সেটে অগ্নিদগ্ধ হন অভিনেত্রী। মেকআপ রুমে শর্ট সার্কিট থেকে ঘটা বিস্ফোরণে অভিনেত্রীর শরীরের হাত-পা সহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। তড়িঘড়ি তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেত্রীর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে।