খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ বাংলাদেশের পরীমনি, তাঁর ছেলে পদ্ম-সহ পরিবারের আরও বেশ কয়েকজন। তবে 'পরী'র পরিবারের বাকিরা সুস্থ হয়ে উঠলেও দেড় বছরের ছেলের অবস্থা ক্রমাগত অবনতি হয়। আর তাই ছেলেকে সুস্থ করতে তাঁর চিকিৎসার জন্য কলকাতায় ছুটে আসেন পরীমনি। এখন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে পরীমনির ছেলে। তবে কলকাতায় এসেও অসহায় পরীমনি।
কলকাতায় এসে পরীমনি লেখেন, ‘আমি এর আগে জীবনে এতটা অসহায় কখনও বোধ করিনি। আল্লাহ সহায়’। এদিকে আগেই পরীমনির ছেলেকে নিয়ে কলকাতায় আসার কথা জানিয়েছিলেন বাংলাদেশের নামী পরিচালক চয়নিকা চৌধুরী।
চয়নিকা ফেসবুকে লিখেছিলেন, ‘এভারকেয়ার হাসপাতালে টানা ৭ দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমনি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্ত কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মর জন্যে পরীর জন্যে দোয়া/প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে।প দ্ম খুব কষ্ট পাচ্ছিল। ইন্ডিয়ার ভিসা থাকলে সত্যি তোমার আর পুন্য/পদ্ম এর পথের সাথী হতাম,আমাকে বলতে হতো না। তুমি তা জানো। আমি জানি,আমি সাথে গেলে তোমার অনেক রিলিফ লাগতো। তোমাকেও এইভাবে ছেড়ে দিতে আমার ভালো লাগেনি। অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেবার সময়। পরী, আমি জানি তুমি ফাইটার। তুমি অনেক বুদ্ধিমতি, তুমি অনেক ধৈর্যশীলা মানুষ। তুমি একাই সব পারবে। আমি শিওর। তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে আর প্রাউড ফিল করবে। মা এত্ত ভালোবাসা আর আশীর্বাদ তোমার আর পদ্ম এর জন্যে। সাবধানে থেকো। তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমার সাথে সবসময় আছে,থাকবে।’
আরও পড়ুন-খুনের নৃশংসতায় মিশল যৌনতা, হুগলির 'ডন' ‘হুব্বা শ্যামল’-এর স্মৃতি ফেরালেন মোশারফ, কেমন হল এই ছবি?
আরও পড়ুন-রশ্মিকার অশ্লীল ভিডিয়ো বানিয়েছিলেন, ডিপফেক মামলার মূল কালপ্রিটকে গ্রেফতার করল দিল্লি পুলিশ