শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু বছর ধরেই এক ছাদের তলায় থাকছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। না, তাঁদের আইনি বিয়ে এখনও হয়নি। বৈশাখী তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে নিলেও রত্নার সঙ্গে শোভনের ডিভোর্সের কেসটা এখনও চলছে। তবে তাঁরা নিশ্চিত যে যত দেরিই হোক না কেন তাঁরা আইনি বিয়েটা করবেনই। আপাতত তাঁরা একসঙ্গেই থাকেন, সমালোচকদের নজরে যা ‘সহবাস’। কিন্তু তাতে আপত্তি নেই ওঁদের কারও। কিন্তু জানেন কি শোভন বৈশাখীর সুখের সংসারে রাশ মোটেই বৈশাখীর হাতে নেই, বরং আছে এক অন্য নারীর হাতে।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈশাখী জানান, তিনি নন তাঁদের বাড়ির কর্ত্রী হল তাঁর মেয়ে মহুল। 'দুষ্টু' শোভন পর্যন্ত তাঁর কথায় চলেন। মেয়ের কথা প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেন, ‘মেয়ের পছন্দের রঙেই আমরা পোশাক পরি বা বাড়িতে অনুষ্ঠান হলে সেই রঙের থিমেই সাজে সবাই। লোকে ভাবে আমি এই বাড়ির কর্ত্রী, কিন্তু ওর সর্বময় কর্তৃত্ব আছে এই বাড়িতে। ও যদি কিছু বলে দেয় তখন শোভনও সেটাই মেনে নেয়। ওটাই হবে।’ বান্ধবী বৈশাখীর কথার রেশ ধরে শোভন বলেন, 'আমি ওদের দুজনের মধ্যে স্যান্ডউইচ হয়ে গিয়েছি।'
আরও পড়ুন: শুধু যাদবপুর নয়, প্রেসিডেন্সিতেও চলে র্যাগিং! কলেজের ভয়াবহ স্মৃতি মনে করলেন শোভনের প্রেমিকা বৈশাখী
আরও পড়ুন: 'ও মহুলের বাবার থেকেও বেশি', বললেন বৈশাখী, ডটার্স ডে'তে মেয়েকে কী বিশেষ উপহার দিলেন শোভন?