
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
গত ১১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছ ‘বাধাই দো’। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন রাজকুমার রাও এবং ভূমি পেদনেকর। করোনাভাইরাস মহামারীর তৃতীয় ঢেউয়ের পর ‘বাধাই দো’ প্রথম বলিউড সিনেমা যা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ফলে এই সিনেমা নিয়ে যথেষ্ট আশাবাদী বক্স অফিস।
হর্ষবর্ধন কুলকার্নি পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে ভ্যালেন্টাইন্স উইকে। এখন পর্যন্ত তিন দিনে ৭ কোটি ৮২ লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবি। শুক্রবার দেশজুড়ে ১ কোটি ৬৫ লক্ষ টাকার ব্যবসা করেছে। ফিল্ম ট্রেড অ্যানালিটিক্স তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় আয় বেড়েছে ৬০ শতাংশ। দ্বিতীয় দিনে ছবি আয় ২ কোটি ৭২ লক্ষ টাকা। রবিবার ছুদির দিনে ছবি সামান্য একটু বেশি ব্যবসা করেছে। এ দিন ৩ কোটি ৪৫ লক্ষ টাকার ব্যবসা করেছে।
সোমবার সকালে গত তিন দিনের ছবির বক্স অফিসের কালেকশনের হিসেব দিয়ে টুইটে তরণ আদর্শ জানিয়েছেন, দিন যত এগোচ্ছে ‘বাধাই দো’-এর ব্যবসা তত বাড়ছে। এরপরই বক্স অফিসের গত তিন দিনের কালেকশনের হিসেব দিয়েছেন তিনি। সিনে বিশেষজ্ঞের মতে, আজ ভ্যালেন্টাইন্স ডে হওয়ার কারণে হলমুখী হতে পারে দর্শক, ফলে ছবির ব্যবসা একটু বাড়তে পারে।
ছবিতে রাজকুমার রাওকে এক পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। চরিত্রের নাম শার্দুল। অন্যদিকে, ভূমি পেদনেকরকে দেখা যাবে স্কুলের পিটি শিক্ষকের ভূমিকায়। তাঁর চরিত্রের নাম সুমি। অবিবাহিত ছেলে মেয়ের বয়স ৩০ পেরিয়ে গেলেই মধ্যবিত্ত পরিবারের মাথায় হাত, কীভাবে বিয়ে হবে, বাচ্চা কবে হবে! এমনই প্রশ্নে জেরবার ভূমি ও রাজকুমার।
ছবির চরিত্র অনুযায়ী নায়ক-নায়িকা দুজনেই সমকামী। সমাজের চোখে ধুলো দিতে, দুই সমকামী বিয়ে করতে চায় একে অপরকে। বিয়ের পর নিজেদের পার্টনারের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার প্ল্যান রয়েছে তাঁদের। ছবির প্রযোজনায় জঙ্গলি পিকচার্স।
পিটি টিচার ভূমির বয়স বেড়ে যাচ্ছে। তাই বাড়ি থেকে বিয়ে করার জন্য তাঁকে চাপ দিচ্ছে। পুলিশ রাজকুমার বিয়ে করতে চায় পিটি টিচারকে। আর সেখানেই টুইস্ট। গল্পের শেষ কি হবে! কী হবে এই বিয়ের পরিণতি, সবটা সকলের সামনে আসবে? না কি গোপনেই থেকে যাাবে? ছবিতে অভিনয় করেছেন সীমা পাহোয়া, শিবা চাড্ডা, লাভলিন মিশ্রা, নিতিশ পাণ্ডে, শশী ভূষণের মতো অভিনেতারা।
৳7,777 IPL 2025 Sports Bonus