হৃতিকের কেরিয়ারের অন্যতম ব্যবসা সফল ছবি ‘ওয়ার ২’। যশরাজ ব্যানারের এই ছবির সিকুয়েল নিয়ে গত কয়েকমাস ধরেই চর্চা তুঙ্গে। দিন কয়েক আগেই জানা গিয়েছিল ‘ওয়ার ২’-তে টাইগারের বদলে নতুন সঙ্গী পাচ্ছেন হৃতিক। আর তিনি আর কেউ নন ‘আরআরআর’ তারকা জুনিয়র এনটিআর। যদিও সেই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও সারেনি প্রযোজনা সংস্থা। তবে তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআরের জন্মদিনে সবটা ফাঁস করে দিলেন হৃতিক!
হ্যাঁ, শনিবার জুনিয়র এনটিআরের জন্মদিন। এদিন সোশ্যাল মিডিয়ায় তারকার জন্য বিশেষ বার্তা রইল হৃতিকের তরফে। যা দেখে ফ্যানেরা নিশ্চিত ‘ওয়ার ২’-এ হৃতিকের সঙ্গী হিসাবে থাকছেন জুনিয়র এনটিআরই! এদিন টুইটারে হৃতিক লেখেন, ‘শুভ জন্মদিন জুনিয়র এনটিআর! আনন্দে ভরে উঠুক তোমার দিন, বছরটা অ্যাকশনে জমজমাট। বন্ধু, তোমার জন্য যুদ্ধভূমিতে অপেক্ষা করব… তোমার দিন আনন্দ আর শান্তিতে ভরে উঠুক….যতক্ষণ না পর্যন্ত আমাদের দেখা হচ্ছে… (চোখ মারার ইমোজি)’। এরপর তেলুগু ভাষায় বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানান হৃতিক।
হৃতিকের এই টুইট দেখে উত্তেজিত ভক্তরা। একজন লেখেন, ‘উফ! তোমাদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখব…. দারুণ এক্সাইটেড’। অপর এক ভক্ত লেখেন,'দুজন প্রিয় মানুষ এক ছবিতে, ওয়ার ২-এর জন্য মুখিয়ে রয়েছি'। ‘আরআরআর’ ছবির দৌলতে এখন ভারতজোড়া স্বীকৃতি জুনিয়র এনটিআরের। সেই জনপ্রিয়তাকেই ক্যাশ-ইনের চেষ্টা করছে ওয়াইআরএফ, মত ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন-‘বাংলায় দ্য কেরালা স্টোরি চালানো যাবে না, হুমকি ফোন আসছে হল মালিকদের কাছে’, বোমা ফাটালেন পরিচালক সুদীপ্ত সেন