পরিচালক আশুতোষ গোয়ারিকরের ছেলে কোনার্ক গোয়ারিকর ২ মার্চ মুম্বইয়ে এক অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে নিয়তি কানাকিয়ার সঙ্গে বিয়ে সেরেছেন। তাঁদের বিয়েতে বি-টাউনের বহু তারকা উপস্থিত ছিলেন। তাঁদের বিয়ের নানা ভিডিয়ো ও ছবি প্রকাশ্যে এসেছে। তবে নেটদুনিয়ায় সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁদের সঙ্গীতের একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে আশুতোষ গোয়ারিকরকে নাচ করতে দেখা গিয়েছে।
ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?
ভিডিয়োয় দেখা গিয়েছে কয়েক জনকে সঙ্গে নিয়ে মঞ্চে নাচ করছেন আশুতোষ। পরিচালককে তাঁর ছবি ‘লগন’-এর ‘মিতয়া’ গানে নাচ করতে দেখা গিয়েছে। আমির খান এবং গ্রেসি সিং অভিনীত এই ছবিতে নায়ক যেভাবে নাচ করেছিলেন সেই একই স্টেপ করতেই দেখা গিয়েছে পরিচালককে। ভিডিয়োয় নীল শেরওয়ানিতে আশুতোষ ধরা দিয়েছিলেন। মঞ্চে তাঁর নাচ দেখে সকলে আনন্দে ও উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন।
আরও পড়ুন: অস্কার এল না প্রিয়াঙ্কার ঝুলিতে! কোন ছবির কাছে হার হল ‘অনুজা
আশুতোষ গোয়ারিকরের ছেলে কোনার্ক বর্তমানে তাঁর বাবার সহকারী হিসেবে কাজ করছেন। এখনও বলিউডে অভিনেতা বা পরিচালক কোনও ভাবেই ধরা দেননি তিনি। কোনার্কের স্ত্রী নিয়তি কানাকিয়া হলেন একজন রিয়েল এস্টেট বিল্ডার্সের মালিক রাসেশ বাবুভাই কানাকিয়ার মেয়ে। কোনার্ক এবং নিয়তির এই বিশেষ দিনে অনুষ্ঠানে আমির খান এবং বিদ্যা বালান থেকে শুরু করে সোনালি বেন্দ্রে, পূজা হেগড়ে এবং চাঙ্কি পান্ডে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সারেগামাপা-য় হেরে মন খারাপ খুদে প্রতিযোগী অঙ্কনা, অনীকের! 'বকুনিও খেয়েছি…' লিখল বিজয়ী অতনু
প্রসঙ্গত, আশুতোষ বলিউডের একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, তিনি ‘স্বদেশ’, ‘লগন’ এবং ‘যোধা আকবর’ -এর মতো ছবির জন্য পরিচিত। তাঁর সর্বশেষ ছবি হল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পানিপথ’। সেখানে অর্জুন কাপুর, কৃতি শ্যানন এবং সঞ্জয় দত্তকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে তেমন ভাবে ছাপ ফেলতে পারেনি। বিশ্বব্যাপী মাত্র ৪৯ কোটি টাকা আয় করেছিল। তারপর থেকে এখনও পর্যন্ত পরিচালক তাঁর নতুন ছবির ঘোষণা করেননি।